আগামীকাল ঈদ!
ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি!
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এসেছে ঈদ!
ঈদের এই খুশিকে আরো বাড়াতে প্রতিটি চ্যানেল বিভিন্ন ঈদ নাটক এবং প্রোগ্রামের আয়োজন করে!
কিন্তু বর্তমানে এত চ্যানেল হয়েছে যে কোন নাটক কোনদিক থেকে মিস হয়ে যায় টেরই পাওয়া যায় না!
তাই আমি একটা সময়সূচী লিথে ফেলেছি!
এতে যা থাকছেঃ
১) ঈদের সাত দিনের সকল চ্যানেলের ভাল ভাল নাটকের লিস্ট
২) ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এরকম ক্রমানুসারে সাজানো আছে
৩) যে নাটকগুলো দেখাই লাগবে তাতে আন্ডারলাইন করা আছে।
সময়সূচীটি ডাউনলোড করুন এখান থেকে
আশা করি আপনাদের ভাল লাগবে।
ঈদ মোবারক
এই পোস্টের মাধ্যমে আমার ব্লগের সকল ভিজিটর, শুভানুধ্যায়ী, লেখকসহ সকল মানুষকে ঈদ মোবারক জানাচ্ছি।
আপনার ঈদ হোক আনন্দের!!!
ঈদের এই ওয়ালপেপারটি তৈরী করেছেন প্রিয় শিমুল ভাই। তার অনুমতি সাপেক্ষে এটি অল্পে একটু এডিট করে এখানে প্রকাশ করা হল।
13 replies on “ঈদের ৭ দিনের নাটক সময়সূচী | সবাইকে ঈদ মোবারক”
ঈদের নাটকের জন্য আমি পাগল হয়ে থাকে। সব নাটকের সময় আমার কাছে লিস্ট করা আছে। ধন্যবাদ সাইফকে।
তোমার ডকুমেন্টটা ডাউনলোড করলাম। তুমি তো দেখি মানুষরে নাটক দেখাইয়াই ছাড়বা।
অবশ্যই দেখাব!!!
যেহেতু নতুন ডোমেইন সেহেতু কয়েকটা জিনিষ লক্ষ্য রাখ। তা হল .co.cc কে রিডাইরেক্ট না করে হোস্টিং প্যানেল থেকে জাস্ট পার্ক করে রাখ। যারা যারা তোমার সাইটের ইমেইল সাবস্ক্রিপশান করেছে তাদের সম্ভবত এই নিয়ে ঝামেলা হতে পারে। তাই যদি ফীডবার্নার ইউজ কর তবে সেখানে ডোমেইন পরিবর্তন করে দাও। অনেক অনেক ধন্যবাদ।
ধণ্যবাদ নাটকের সময়সূচির জন্য।
সাইটে ভ্রিন্দা ফন্ট ব্যবহার করেছেন মনে হয়। আমার দেখা সবচেয়ে বাজে একটি ফন্ট ভ্রিন্দা।
বলেন কি আরাফাত ভাই!
ভৃন্দা আমার দেখা সবচেয়ে ফন্ট!
সব ফিল্ডে সোলায়মানলিপি এক্টিভেটেড! আবার একটু চেক করে দেখেন না!
আমার দেখা সবচেয়ে ভাল বাংলা ফন্ট হচ্ছে সোলাইমান লিপি, সিয়াম রূপালি এবং বাংলা। তোমার দেয়া ভৃন্দা অনেক ভাল তবে এক্সপিরটা একদম বাজে।
ফন্ট ফ্যামিলিতে এই চারটি ফন্ট দেয়া যায় তবে এরিয়াল যোগ করে দেয়া যেতে পারে। যারা বাংলায় নতুন তাদের জন্য ভৃন্দা আর এরিয়াল সত্যিই কাজের।
এটাইতো খুঁজছিলাম!!
অনেক অনেক ধন্যবাদ!!!
ওয়েলকাম!
সবাইকে ঈদ উল ফিতরে শুভেচ্ছা। ঈদ মোবারক।
অনেক ধন্যবাদ সাইফ …….ভাল থেকো
প্রিন্ট দিয়ে রাখলাম…অনেক অনেক ধন্যবাদ…ও দিলাম…।
আয় হায়! এটাতো রোজাল ঈদের! আপনি কুরবানীর ঈদে এইটা দিয়ে কি করবেন?