ফনেটিকে বাংলা লেখা এখন নতুনদের এনে দিয়েছে অনেক আরাম!
ইংলিশ লিখলে বাংলা হবে ! কি দারুন জিনিস!!!
ইতিপূর্বে আমরা গুগলের বাংলা লেখার সিস্টেম এর সাথে পরিচিত… সেটা অবশ্য ইন্ডিয়ান বাংলার জন্যই তৈরী!
আর যেখানেই গুগল সেখানেই মাইক্রোসফ্ট!
তো এবার মাইক্রোসফ্টও হাজির হয়েছে তাদের বিভিন্ন ভাষায় লেখার টুল নিয়ে।
এর মধ্যে বাংলাও রয়েছে… তবে দু:খজনক হলেও সত্য সেখানে বাংলাদেশের নাম নেই! নাম আছে ইন্ডিয়ার বাংলা হিসেবে! তাই বা কম কিসে?
যেভাবে কাজ করবেন!
এই সাইটে যান সবার প্রথমে…
এবার যে ভার্সন ইউজ করবেন সেটা সিলেক্ট করুন!
পরবর্তী স্টেপ আশা করি নিজেরাই পারবেন!
শেষ কথা…
গুগলেরটা স্পেস না দিলে কাজ করে না! এটা সাথে সাথে কাজ করে+ফনেটিকে লিখলে যা ধরার কথা তাই ধরছে! ঊল্টাপাল্টা তেমন হয় না! বেশ ভাল লেগেছে এটা!
9 replies on “এবার বাংলা লিখুন মাইক্রোসফ্টের সফ্ট দিয়ে!”
ভালোই বস আগায়া যান…
ধন্যবাদ ভাই! আপনাদের দো’আ!
ভালো লাগল। + দিলাম।
ধন্যবাদ…
আমার কাছে এটি যথেষ্ট বিরক্তিকর মনে হয়েছে, কারণ বারবার মাইক্রোসফ্ট এর সার্ভারে রিকোয়েস্ট যাচ্ছে, সেটি ইংরেজি ইনপুট কে বাংলায় কনভার্ট করে ফেরত পাঠাচ্ছে। তার চেয়ে মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা একটি সিম্পল প্লাগইন ব্যবহার করে প্রচলিত নিয়মে ফোনেটিক লিখতে পারেন! 🙂
লিংক: http://techtunes.com.bd/web-development/tune-id/20966/
কিন্তু আমার কাছে তো জট্টিল লেগেছে। নতুনদের অনেক সুবিধা হবে। আর বারবার তো MS এর সার্ভারে তো যাচ্ছে না। জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে ইংরেজী কে বাংলা করা হচ্ছে।
Anime সাহেব এটা কী কইলেন, আমি তো এই software পেয়ে তো এটা দিয়ে ধূমায়া বাংলা লিখছি। মোস্তফা জব্বার ও ফেল আমার কাছে।
মোস্তফা জব্বার টা আবার কে?
Ooº°˚˚°ºaoωώ…
এই এপ্লিকেশান টি দিয়ে মোবাইল থেকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস লিখুন …
Please use this application to write bangla facebook status via your mobile….
http://m.websolutionbd.net/
For more info see this:
http://m.websolutionbd.net/help.php
………………………………
আর “UC”ব্রাউজার এর “কপি পেস্ট” অপশন ব্যবহার করে মোবাইল থেকে বাংলা লিখুন যেকোন ওয়েব / ওয়াপ সাইতে…।।
By using “UC”browser’s “copy paste” function you can write bangla from mobile in anywhere in the net…