এল অভ্র’র নতুন ভার্সন: 4.5.3! (আপডেটেড)

ইউনিকোডে বাংলা লেখার শ্রেষ্ঠতম সফ্টও্য়্যার কোনটি? নিঃসন্দেহে অভ্র! অভ্র’র প্রত্যাবর্তনের ফলেই ইন্টারনেটে বাংলা লেখা আজ এতটা সহজ! প্রোগ্রামার মেহদী হাসান খানের তৈরী অভ্র প্রতিটি বাঙালীর মনে জায়গা করে নিয়েছে। কিছুদিন ধরেই অভ্র’র ইউনিবিজয় লেআউট নিয়ে ঝামেলা হচ্ছিল তার অবসান ঘটেছে নতুন এই ভার্সনে। ফলে অভ্র’র উপর আনন্দ কম্পিউটার্স যে অভিযোগ আনছিল সেটির দিনও আজ শেষ! অভ্র এখন সম্পূর্ণ মুক্ত! পুরাতনকে পিছনে ফেলে অভ্র এগিয়ে যাবে দুর্বার গতিতে এটিই আমাদের সবার কামনা…

অভ্র 4.5.3

গতকাল ২০ আগস্ট রিলিজ হয়েছে অভ্র’র নতুন এই ভার্সন। নতুন কিছু সুবিধা যুক্ত হয়েছে এতে। এগুলো হল:

  1. উইন্ডোজ সেভেন কম্পাটিবিলিটি (বাংলা মোডে আসতে যে সমস্যা হত ওটা ঠিক হয়ে গিয়েছে! )
  2. অটো আপডেট চেক করার সময় যে সমস্যা ছিল তা ঠিক করা হয়েছে।
  3. ইউনিবিজয় কিবোর্ড লেআউট সরিয়ে ফেলা হয়েছে (সম্ভবত এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট)
  4. নতুন দুটি লেআউট যুক্ত হয়েছে–প্রভাত এবং মুনির (অপটিমা)> Fixed R-Zofola issue.
  5. Now using ZWJ instead of ZWNJ.
  6. > Fixed default text in some textbox.
  7. > Unibijoy keyboard layout was accidentally supplied with the portable edition. Now it is removed.

পুরাতন লেআউট ইউজ করতে চাইলে

আপনি যদি অভ্র’র পুরাতন লেআউট ইউজ করতে চান তাহলে C:\Program Files\Avro Keyboard\Keyboard Layouts এখান থেকে UniBijoy.avrolayout ফাইলটি নতুন অভ্র কিবোর্ডের ইন্সটলেশন ফোল্ডারে পেস্ট করে দিন। তাহলেই আপনি আপনার প্রিয় ইউনিবিজয় মোড ফিরে পাবেন। অভ্র’র পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব
এরজন্য আমার বানানো দি বস লেআউট টাও চেখে দেখতে পারেন!

ডাউনলোড

অভ্র’র নতুন ভার্সন ডাউনলোড করতে চাইলে অমিক্রনল্যাবের ওয়েবসাইটটি দেখুন।