Categories
আমার যত কথা

সাইটের বেটা রিলিজ হল!

“আমার ঠিকানা- ব্যাঙের ছাতার মত আরেকটা ওয়েব ব্লগ”
এই শিরোনামে কাজ চলছে আমার ব্লগ সাইটের …

বেশ কিছু কাজ সম্পন্ন হওয়ার পর এখন এর বেটা রিলিজ দেওয়ার সময় হল..

ImageHost.org

এখনও কিছু কিছু প্রবলেম রয়েছে…
তারমধ্যে অন্যতম কয়েকটি হল: (আমার চোখে পড়ছে)
1) কমেন্ট পোস্ট দিলে ইরর দেখায়… কিন্তু কমেন্ট ঠিকই হয়।
2) Contact পেজ এখনও যুক্ত করা হয় নি।

এছাড়াও অন্য কোন সমস্যা দেখা দিলে এই পোস্টে বলুন।

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

9 replies on “সাইটের বেটা রিলিজ হল!”

সাইফ ভাই, আসলাম আপনার সাইটে। যদিও অনেক আগেই এসেছিলাম!!!

তবুও ভালো লাগল। আরোও কিছু যোগ করেন। তাহলে আরোও সুন্দর লাগবে।

আমি মনে হয় আজ ই প্রথম এলাম ব্লগে। খুবই ভাল লাগলো ব্লগটি। মাঝে মাঝে এসে ঘুরে যাবো।
ভাল থাকুন সাইফ ভাই।

Leave a Reply to মোঃ ফাহিম মুর্শেদ Cancel reply