“আমার ঠিকানা- ব্যাঙের ছাতার মত আরেকটা ওয়েব ব্লগ”
এই শিরোনামে কাজ চলছে আমার ব্লগ সাইটের …
বেশ কিছু কাজ সম্পন্ন হওয়ার পর এখন এর বেটা রিলিজ দেওয়ার সময় হল..
এখনও কিছু কিছু প্রবলেম রয়েছে…
তারমধ্যে অন্যতম কয়েকটি হল: (আমার চোখে পড়ছে)
1) কমেন্ট পোস্ট দিলে ইরর দেখায়… কিন্তু কমেন্ট ঠিকই হয়।
2) Contact পেজ এখনও যুক্ত করা হয় নি।
এছাড়াও অন্য কোন সমস্যা দেখা দিলে এই পোস্টে বলুন।
9 replies on “সাইটের বেটা রিলিজ হল!”
সাইফ ভাই, আসলাম আপনার সাইটে। যদিও অনেক আগেই এসেছিলাম!!!
তবুও ভালো লাগল। আরোও কিছু যোগ করেন। তাহলে আরোও সুন্দর লাগবে।
ত্রুটির কথা না বলে ভালটা বলি। তোমার সাইটের থিমটা জোসস। এগিয়ে যাও।
রাসেল আহমেদ says:
তোমার সাইটের থিমটা জোসস।
রাসেল ভাইয়ের কথার সাথে আমি ১০০% সহমত।
ধন্যবাদ রাসেল ভাই।
ফাহিমকেও ধন্যবাদ।
আমি মনে হয় আজ ই প্রথম এলাম ব্লগে। খুবই ভাল লাগলো ব্লগটি। মাঝে মাঝে এসে ঘুরে যাবো।
ভাল থাকুন সাইফ ভাই।
খুবই ভাল লাগলো ব্লগটি।
হিমেল ভাই!
আপনার ভাল লাগল শুনে খুশি হলাম।
ধন্যবাদ ফাহিম মুর্শেদ ভাই!
সাইটটা ভালই হয়েছে। keep in touch bro.