অভ্র বিজয়কে নকল করেছে – হ্যাক করেছে- পাইরেসী করেছে……
পুরো আইটি সেক্টর গরম করে ফেলেছেন মিঃ জব্বার। যাই হোক কম্পিউটার তো বুঝে গনিতের ভাষা। আসুন গনিতের ভাষাতেই দেখি কতটুকু পাইরেসী হয়েছে। মিঃ জব্বার বলেছেন তার বিজয় কি-বোর্ড এর কথা যা অভ্রতে ইউনিজয় কি-বোর্ড হিসেবে দেয়া আছে।
এই কি-বোর্ড ছাড়া আর কি কোন কি-বোর্ড নাই? আছে – আর ও কমপক্ষে ৪টি কি-বোর্ড আছে। যেমনঃ ন্যাশনাল, বর্ননা, অভ্র ইজি, অভ্র ফোনেটিক ইত্যাদি। তাহলে ফল কি দাড়াল- পাইরেসীর হার ২০%।
আসুন এ ২০% সবেধন নীলমনি মিঃ জব্বারের বিজয় সফটওয়্যারের সাথে কতটুকু মিল রেখেছে তা আমরা দেখি।
পার্থক্যঃ
১. বিজয় উইন্ডোজ ৯৫, ৯৮ ও সাপোর্ট করে যা অভ্র করেনা। সুতরাং অভ্র তার কোডিংয়ে কোন কিছুই বিজয় থেকে ধার করেনি।
২. পুরনো বিজয়ে ইউনিকোড ফন্টগুলির সাপোর্ট নেই। অভ্র শুরু থেকেই ইউনিকোড বেজড।
৩. অভ্রতে জব্বার সাহেবের একটি ফন্টও কাজ করে না। তাই অভ্র ফন্ট পাইরেসী থেকে মুক্ত। সে সর্বদাই ইউনিকোড বেজড মুক্ত ফন্ট এর উপর নির্ভরশীল।
৪. অভ্রতে ঃ – এর কি-স্ট্রোক ভিন্ন।
৫. অভ্রতে ৎ – এর কি-স্ট্রোক ভিন্ন।
৬. অভ্রতে ঁ- এর কি-স্ট্রোক ভিন্ন।
৭. অভ্রতে ং এর কি স্ট্রোক ভিন্ন।
৮. ঙ – এর কি-স্ট্রোক আলাদা।
৯. ো – কার দিতে বিজয় এ দু’বার কি-চাপতে হয় কিন্তু অভ্রতে একবার এবং এটি অক্ষর লেখার পর চাপতে হয়।
১০. ে- কার একইভাবে অক্ষর লেখার পর চাপতে হয়।
১১. যুক্ত অক্ষর বিজয়ে লেখার পর ডিলিট করলে পুরো লেখা মুছে যায় কিন্তু অভ্র যুক্ত অক্ষরের প্রতিটি অক্ষরকে আলাদা ভাবে মুছে থাকে। তাই ভুল হলেও দ্রুত সংশোধন করা যায়।
১২. বিজয় দিয়ে টাইপ করলে ডকুমেন্টে ব্যাকরন ভুল দেখায় কিন্তু অভ্রতে এ সমস্যা নেই।
১৩. অভ্র চালু করতে একটি মাত্র কি-স্ট্রোক যথেষ্ট এবং ফন্ট ও ম্যানুয়ালী পাল্টাতে হয় না। এফ১২ চাপলেই স্বয়ংক্রিয়ভাবে ভাষার সাথে সাথে ফন্ট ও পাল্টে যায়। বিজয় অনেক অনেক পিছনে পড়ে আছে এ দিক থেকে।
১৪. অভ্রের লিনাক্স ভার্সন রয়েছে কিন্তু বিজয় শুধুমাত্র ম্যাক ও উইন্ডোজে চলে।
১৫. অভ্র ব্যবহারের জন্য ফ্রি কিন্তু বিজয় টাকা দিয়ে কিনতে হয়।
১৬. অভ্রতে নিজের কি-বোর্ড নিজেই তৈরী করে নেয়া যায় কিন্তু বিজয়ে এ ধরনের কোন সুবিধা নেই।
১৭. বিজয় দিয়ে টাইপ করলে ওয়ার্ডে অনেক সময় বিভিন্ন অক্ষর বা শব্দ পরিবর্তিত হয়ে যায় অটোকারেক্ট ফিচারের জন্য কিন্তু অভ্রতে এ ধরনের সমস্যা নেই।
১৮. অভ্র দিয়ে ইউনিকোড সাপোর্ট করে না এমন সফটওয়্যারে বাংলা লেখা যায় না যেমন- ফটোশপ, ইলাস্ট্রেটর কিন্তু বিজয় দিয়ে লেখা যায়- এটি বিজয়ের ভাল দিক হলেও একটি বড় পার্থক্য।
১৯. ও- লিখতে হলে অভ্রতে লিংক কি চাপতে হয় কিন্তু বিজয়ে লিংক কি চাপতে হয় না।
এবার আপনাদের পালা….
পার্থক্য বলতে থাকুন আর ২০% পাইরেসীর কত পার্সেন্ট শেষ পর্যন্ত থাকে দেখা যাক
কেউ কেউ কোন কাজের জন্য কতটুকু ক্রেডিট নিতে হয় তার মাত্রাজ্ঞানও মাঝে মাঝে হারিয়ে ফেলেন।
এজন্যই বলা হয়ে থাকে-
Great Mind Discuss Ideas
Average Mind Discuss Events
Small Mind Discuss Peoples
Very Small Mind Discuss Themselves(!!!!)
প্রকৃত লেখক জাহিদ সুমন ভাই… ওনার এই পোস্ট থেকে কপি পেস্ট!
17 replies on “অভ্র বিজয়কে নকল করেছে,হ্যাক করেছে,পাইরেসী করেছে…”
জটিল! সত্য ঘটনা জানতে পেরে ভাল লাগছে।
জ্বী হ্যা … আসল সত্যি ওটাই !
সাবাস!!! দারুণ দেখিয়েছেন!!!
ধন্যবাদ
আসল কথাই তো mention করেন নাই মামা।
বিজয় ফাউল। অভ্র ফাউল না।
😐
এটা বললে আমার নামে আনন্দ কম্পিউটার্স মামলা ঠুকবে !
জব্বর কাগুর মাথায় একটা বাড়ি মারবার মন চাইতাছে।
হা হা হা হা !
অভ্রর সাথে আছি ব্যানারটি সাইটের ফুটারে লাগানো হল। এটি তৈরী করেছেন অভ্রনীল ভাই।
অসাধারণ …………………. অসাধারণ ……………….অসাধারণ…………….
একটি গোপন কথা আমি জানি,
বিজয় ও লেখনী – জনাব গোলাম ফারুক আহমেদ এর সৃষ্টি। মোস্তফা জব্বারের না !
বিস্তারিত গোলাম ফরুক আহমেদ এর সাথে যোগাযোগ করলেই জানা যাবে।
বিজয় মোস্তফা জব্বারের দেয়া নাম হলেও এটা তার ছিনতাই করা। যেটাকে বিভিন্ন সময়ে ঘষামাষা করে এ পর্যন্ত আনা হয়েছে।
তাই নাকি? এসব কথা তো জানা ছিল না ! একটু বিস্তারিত জানাবেন প্লিজ মিতা আপু!
কিছু মনে করবেন না। আমার মনে হয় এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করা হয়েছে। বেশী করলে আবার তিতা হয়ে যায়। তখন ভাল লাগেনা।
বিদ্রঃ ই-মেইল এড্রেস দেওয়াতে কেউ কিছু লিখলেই আমার ঠিকানায় একটা মেইল চলে আসে। দয়া করে এটা একটু বন্ধ করবেন? প্লিজ।
বুঝলাম না !!! আপনার মেইলে কি চলে আসে ? কিছুই বুঝলাম না !
দয়া করে একটু বিস্তারিত বলুন না ।।.
বস
কেউ কোনও মন্তব্য করলে এ আমার ইমেইল এ একটা কপি চলে আসে
ওহহহ ! এই কথা !
আপনি “নতুন কোন মন্তব্য আসলে আমাকে ইমেইলের মাধ্যমে জানাও” তে টিক চিহ্ন দিয়েছিলেন… এজন্যই!!!
BOss
Eida Bondo kora jay kivabe??????