Categories
লিনাক্স মিন্ট/উবুন্টু/ওপেন সোর্স

আসছে উবুন্টু 10.04 (লুসিড লিংক্স)

উবুন্টু বর্তমানে নিজেকে একটি স্বয়ংসম্পূর্ণ ও এস হিসেবে প্রকাশ পেয়েছ।
উবুন্টু সম্পর্কে যারা জানেন না তারা উইকিতে বিস্তারিত দেখতে পারেন।
উবুন্টুর নেক্সট মেজর ভার্সন ১০.০৪ আসছে আগামী এপ্রিল মাসের ২৯ তারিখ।
নতুন নতুন সব ফিচার আর দারুন সব চমক অপেক্ষা করছে এই রিলিজে !
চমকগুলো একবার দেখে নিতে পারেন

এই পেজ থেকে।

আশা করছি ভাল একটা রিলিজ হবে এই ভার্সনে। তাছাড়া এটি একটি LTS রিলিজ অর্থাৎ লং টার্ম রিলিজ !

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

4 replies on “আসছে উবুন্টু 10.04 (লুসিড লিংক্স)”

[quote]উবুন্টু বর্তমানে নিজেকে একটি স্বয়ংসম্পূর্ণ ও এস হিসেবে প্রকাশ পেয়েছ।[/quote]

আগে কি তাইলে অসম্পুর্ন ছিল ? “বর্তমানে” শব্দটা কেমন জানি লাগতেছে।

অসম্পূর্ণ ছিল তা বলব না । কিন্তু আগে Command এর প্রবণতাটা একটু বেশী ছিল। এখন সবকিছুই GUI এ আনা হচ্ছে। 🙂

আরে কমান্ড অসম্পুর্নতার প্রতীক নাকি ?
আমি তো এখন সুসে কেডিই ইউস করি কিন্তু তারপরও ফাইল ডাউনলোড থেকে শুরু করে অনেক কাজ টারমিনালে করি।

মন্তব্য করুন