Categories
আমার ঠিকানা সাইট সম্পর্কিত

সাইটের ডিজাইনে আরেকটু হাত লাগালাম!

কিছুদিন ধরেই ক্লাসটেস্ট (পপ টেস্ট) নিয়ে স্কুলে খুব পড়াশোনার চাপ যাচ্ছিল। ফলে ব্লগে ঠিকমত টাইম দিতে পারি নি। গতকাল ও আজকে একটু ফ্রি হওয়ায় কিছু কাজ করলাম ব্লগের। আশা করি সকলেরই এগুলো ভাল লাগবে!
১) ব্লগের উইজেট বারের ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি।
২) সদৃশ টপিক সমূহ নামে একটা ফিচার এড করেছি।
৩) ফুটারে তিন কলামের উইজেট বার এড করেছি।

৪) হেডিং এর আরোকটু উন্নত করেছি

এইতো! তবে আরেকটা জিনিস এড করেছিলাম। সেটা হল উইজেট বারে বক্স বক্সভাবে আসবে সব। কিন্তু ওটার সমস্যা ছিল দেওয়ার ফলে লিংকের ছবিগুলো সাইডবারের বাইরে চলে গিয়েছিল। ফলে বাদ দিয়েছি। আশা করি সকলেরই পছন্দ হবে। 🙂

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন উইডেভসের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

2 replies on “সাইটের ডিজাইনে আরেকটু হাত লাগালাম!”

মন্তব্য করুন