আমি সেবা প্রকাশনীর একজন পাগল ভক্ত !
সেবা প্রকাশনীর সব বই আমার এত্ত জোসস লাগে আর কি বলব!
এতদিন আমি তিন গোয়েন্দা পড়েছি!
তিন গোয়েন্দা ভলিউম ১ থেকে ১১০ পর্যন্ত সব বই আমার পড়া শেষ!
যদিও তিন গোয়েন্দা এখনও চলছে কিন্তু এর মান এখন অত্যন্ত খারাপ! আগেকার কিশোর-মুসা-রবিন এর সাথে এখন কোন মিলই নেই! আগেকার দুঃসাহসী, দুরন্ত ও বন্ধু ভালবাসায় আপ্লুত তিন কিশোরকে এখনকার বইয়ে মনে হয় বরং ভীতু!
কি আর করব! এখন আমাকে এই সিরিজ ছাড়তেই হচ্ছে!
কিন্তু যে জন্য এই টপিক খুলেছি! তা হল
কিছুদিন আগে আমি নীলক্ষেত থেকে খুঁজে খুঁজে কুয়াশা সিরিজের কিছু বই কিনে আনি। ব্স্তুত এটি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম সিরিজ। বর্তমানে এটি বন্ধ!
পড়ে আমি যা বুঝলাম এটি একবারে ফ্যন্টাস্টিকসস, জট্টিলসস টাইপের বই! উত্তেজনা, এডভেঞ্চার ও রেমাঞ্চকর পরিস্থিতির এক অসাধারণ মিশেল!
কিন্তু নীলক্ষেত খুঁজেও আমি তেমন বই জোগাড় করতে পারি নি…
আমার আকুল আবেদন কারও কাছে এই সিরিজের বই আছে?
থাকলে আমি কিনতে আগ্রহী…
কারও কাছে থাকলে যোগাযোগ করবেন প্লিজ…
7 replies on “কুয়াশা সিরিজের বই কার কার কাছে আছে? কিনতে চাই!”
How can you read a lot of books?
I cannot read any kind of books for 2 hours regularly.
But how you can do it?
How is it possible? 😮
কিছু বলার আগে একটা কথা কই…
আমার জানামতে তুমি তো ভালৈ বাংলা লিখতে পারো! বাংলা সাইটে বাংলা লেখাটাই বেটার! 🙂
আর বইয়ের ব্যাপারে বলছি…
বই যে কী জিনিস যে না পড়বে সে বুঝবে না …
তিন গোয়েন্দা বই যে কী! একটা পড়লে বাকিগুলা না পইড়া উপায় নাই! :((
এই একটু আগেও কিশোর হরর সিরিজের একটা গল্প পড়ে আসলাম! 😀
সাইফ,
সেবা প্রকাশনীর অফিসে গেলে হয়ত কয়েকটা পেতে পার। আমার কাছে অনেকগুলো ছিল। আমি সব হাড়িয়ে ফেলেছি। অনেক খুজেও একটাও পেলাম না। সরি।
সেবা প্রকাশনীর বই মেলার স্টলে জিজ্ঞেসেছিলুম…
বলল যে বহুত আগেই শেষ! ;(
বই মেলার স্টলে যে ছাগলগুলারে বসায়া রাখছে, সেগুলা দুনিয়ার বেয়াদব। কোনকিছু জানতে চাইলে উত্তর দিতে চায় না। তুমি সরাসরি সেগুনবাগিচায় গিয়ে দেখতে পার। পুরাতন অনেক বই ওরা গুদাম খালি করার জন্য ৪০% কমিশনে বিক্রি করে দেয়। তবে আমার মনে হয় সেবা প্রকাশনীর অনুবাদ গুলোই সেরা বই। তুমি অনুবাদগুলো পড়া শুরু করতে পার। লাগলে আমাকে ফোন দিও।
অনুবাদ হুমম… এই সিরিজের দুটা বই পড়েছি।
ভালৈ লেগেছে। :clap:
লাগলে ফোন দিব!
I want to purchase CHOTI SIRISE OF SWAPAN KUMAR (DEEPAK DETECTIVE & ASST RATTAN LAL)
can any body help me out?
contact at abhijitcg@gmail.com