আজ কিছুক্ষণ আগে সাইটের আরেকটা কাজ করলাম।
আশা করছি সবারই ভাল লাগবে। 🙂
অনেকদিন থেকে মনে হচ্ছে সোলায়মানলিপি দিয়েই সব করা হচ্ছে! কেমন জানি সাদামাটা সাদামাটা ভাব…
আজ সকালেই তাই ভাল একটা ফন্ট খুঁজতে থাকলাম…. ন্যাভ মেনুর জন্য।
অনেক খোঁজাখুঁজির পর একটা ফন্ট বেশ পছন্দ হল। তা হল
BenSenHandwriting
আপনাদের যাদের কাছে ফন্টটি আছে তারা পরিবর্তন টি আশা করছি দেখতে পাবেন।
আর যাদের কাছে ফন্টটি নেই তারা অমিক্রন ল্যাবের এই পেজ থেকে ডাউনলোড করে নিন।
অথবা শুধু BenSenHandwriting ফন্টটি ডাইরেক্ট ডাউলোড করুন এখানে ক্লিক করে।
যদি আপনার ফন্টটি সফলভাবে ইন্সটল করেন তাহলে বর্তমান ন্যাভ মেনু দেখতে পারবেন এরকম
আশা করছি সবারই ভাল লাগবে। না ভাল লাগলেও বলুন 😉
6 replies on “ন্যাভ মেনুর ফন্টে পরিবর্তন আনা হল”
ফন্ট টা ছিল না… ইনষ্টল করে দেখলাম… কিন্তু ভালো লাগেনি।
বাংলা ওয়েব সাইটের জন্য সোলাইমান লিপি ফন্টটা ই ভালো ।
আমিও উজ্জল ভাইয়ের সাথে একম পোষন করি ।
এজন্যই তো অনেক আগেই বাদ দিয়েছি! 😀
উজ্জল লিখেছেন:
কিন্তু এটা তো শুধু মেনুর জন্য। সব জায়গায় সোলায়মানলিপি কি বেটার? :-/
আমার মনে হয় মেনু তে বাবহার এর জন্য BenSenHandwriting ফন্ট টি ভাল
তবে বডি তে বাবহার এর জন্য ভাল নয়
ফন্টটি দিয়েছিলাম । কিন্তু অধিকাংশ মানুষের না থাকার কারণে সবাই ভৃন্দা দিয়ে দেখত। তাই চেন্জ করে চিরচেনা সোলায়মানলিপিতেই ফিরে এসেছি। 😀