Categories
আমার যত কথা

ম্যাট্রিক্সের সুন্দর একটা ওয়ালপেপার!

দেখুন:

ক্লিক করে পূর্ণমাপে দেখুন!

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

7 replies on “ম্যাট্রিক্সের সুন্দর একটা ওয়ালপেপার!”

এই পোস্টটার মাধ্যমে নতুন একটা প্লাগিন লাগালাম! এটার কাজ হল ব্লগের মধ্যেই জাভাস্ক্রিপ্টের সাহায্যে ছবি দেখাবে।

রংমহলে ছিলাম, হঠাৎ তোমার কথা মনে পড়ল। এখন তোমারে তো আর দেখা যাইতেছেনা, তাই ভাবলাম তোমার সাইটটা থেকেই ঘুরে আসি।
তারপর তোমার সব পোস্ট দেখতে দেখতে ওয়ালপেপারটা চোখে পড়ল, কিছুক্ষনের জন্য ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম আর তোমারেও জানায় দিলাম যে, “আমাদের সাইফ যে ওয়ালপেপারটা পোস্ট করেছে সেটা ভালই”।

মন্তব্য করুন