Categories
আমার যত কথা

সাইটের সমস্যা কী? কি এড করলে ভাল হয়?

সবাই জানেন যে বেশ কিছুদিন আগেই আরটিএম রিলিজ দিয়েছি…

গুটি কয়েকলোক আসছেন … ঘুরছেন…

কিন্তু আমার যে কিছু বিষয় জানা দরকার 🙁

আপনাদের মতামত জানলে কি আমার চলবে?

আপনাদের সবার কাছেই জিজ্ঞাসা…

১) সাইটের কোন প্রবলেম আছে কী? (থাকলে প্লিজ বলুন)
২) কোন জিনিস ভাল না? বাদ দেওয়া দরকার? (বলুন)
৩) কোন জিনিস এড করা দরকার? (বলুন)
৪) কোন বাগ চোখে পড়েছে নাকি?
৫) আপনার মন্তব্য…

উত্তরের অপেক্ষায় রইলাম… 😀

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

128 replies on “সাইটের সমস্যা কী? কি এড করলে ভাল হয়?”

সাইফ, বেশ ভাল লাগল তোমার এই সাইটটি। কন্টেন্ট গুলোও মজার মজার। শুধু কমেন্ট বক্সে এই মাইক্রোসফটের ট্রান্সলিটারেশন টা কেমন যেন কঠিন কঠিন লাগল। তুমি আমার ফোনেটিক কিবোর্ডের স্ক্রিপ্ট টা অ্যাড করে ফেলতে পার। যেহেতু এটা ওয়ার্ডপ্রেস, তাই বাংলা কেবি প্লাগইনটা ইনস্টল করে নিলেই হয়ে যাওয়ার কথা

হাসিন ভাই! আপনাকে দেখে কি যে খুশি হয়েছি! বলার অপেক্ষা রাখে না! :clap:
মাইক্রোসফ্ট ট্রান্সলিটারেশনটা লাগিয়েছি যারা একেবারেই বাংলা লিখতে পারে না অর্থাৎ বাংলিশ লিখে তাদের জন্য। তবে আমিতো অনেক আগেই আপনার তৈরী ফনেটিক কিবোর্ড লাগিয়েছি। খেয়াল করেননি বোধহয়! 🙂 Smiley এর নীচেই ৪টি কীবোর্ড লাগানো আছে। ইউনিজয়, প্রভাত, ফনেটিক আর ইংলিশ।

নাম হর্ষবর্ধন জালা। বয়স ১৪। ভারতের গুজরাটের এই ছেলে এমন একটি ড্রোন বানিয়েছেন যা দেখে বিমোহিত সবাই। দশম শ্রেণির ওই ছাত্রের বানানো ড্রোনের জন্য তাকে ৫ কোটি রুপি দিয়েছে গুজরাট সরকার।
http://www.sangbadprotidin.com/97315#.WHoWHbnfI1k

সাইটের যা স্পিড! লোড হতে ৫ মিনিটের সেশি লাগল!
১১টি DNS query করতে হয়েছে, যা স্বাভাবিকভাবেই স্পিড কমিয়ে দিয়েছে।
Google Webmaster ব্যবহার করে সাইটের ত্রুটি-বিচ্যুতি সম্পর্কে জেনে নিন।
আর ইমেজ ফাইলগুলো নিজের হোস্টেই রাখা ভালো।
http://www.smushit.com বা Plugins দিয়ে ইমজে সাইজ কমানো যেতে পারে।

হুমম! ! ! চিন্তায় আছি ব্যাপারটা নিয়ে… তবে গুগল ওয়েবমাস্টার এ ত্রুটি কেমনে ধরব? এইটা তো পারি না! ;(

চমৎকার সাইট তৈরী করেছেন। খুব ভাল লাগলো। কি যেন নাই নাই মনে হচ্ছে বুঝতেছিনা…মনে পড়লে জানবো।
ছবির সাইজ ছোট করার জন্য CoffeeCup PixConverter ব্যবহার করতে পারেন। ছবির আকার, কোয়ালিটি ঠিক থাকবে…শুধু ডিক্স সাইজ কমবে।

কি নাই ? পারলে জানায়েন প্লিজ … সাইটের ব্যাপারে যত Complain আসে ততই লাভ…
তত তাড়াতাড়ি সেটা কাটিয়ে ওঠা যায় ! 🙂

মন্তব্য করার সময় প্রিভিউ দেখার ব্যবস্থা করলে অনেক ভাল হয়।
সমস্যা:
মন্তব্য করার সময় ইমেইল এবং ওয়েবসাইট এর ঘরে গুলায ইমেইল ও ওয়েবসাইট এর ঠিকানা লিখলে সেটার শেষের .com লেখাটা .কম এ রূপান্তর হয়ে যাচ্ছে…
সুবিধা:
“ক্যাটেগরী” এর উপরে “সাম্প্রতিক লেখা” যুক্ত করে দেন।

সাম্প্রতিক লেখা যুক্ত করা ছিল কিন্তু যেহেতু সব সাম্প্রতিক লেখায় হোমপেজে স্থান পায় তাই নতুন করে এর কোন দরকার নেই ! এজন্য বাদ দিয়েছি।
আর .কম হয়ে যাওয়ার কারণ হচ্ছে মাইক্রোসফ্ট ILIT এ সম্পর্কে বিস্তারিত
এখানে আছে।
জাস্ট ঐ বক্সে ঐ আইকনের উপর ক্লিক করলেই ওটা ডিজেবল হয়ে যাবে।

আপনার কথা মত ইমেইল ও ওয়েবসাইট ফিল্ড দুটিতে Microsoft ILIT ডিজাবল করা হল! যদি ঠিকমত না করে তাহলে ব্রাউজারের ক্যাচে কুকি ক্লিয়ার করুন!

আর হ্যা … কি জানি একটা বলতে চেয়েছিলেন?

খুব ভাল লাগলো আপনার সাইটটি :D। বুকমার্ক করে রেখে দিলাম। এখন থেকে নিয়মিত ভিজিট করবো। ধন্যবাদ 🙂

“বন্টু-মিন্টুর আড্ডা” সরাসরি দেখুন অনলাইনে- মেইল আসলো। হেডিং- এ ক্লিক করতে বললেন। করলাম। কিন্তু পেইজটি দেখাতে পারছে না বলে দুঃখ প্রকাশ করলেন।
বিষয়টি বুঝলাম না! দয়া করে বুঝিয়ে দিবেন?

ভাই ব্যাপারটি আমার কাছেও রহস্যপূর্ণ! আমি ছাড়াও আমার ব্লগে রাসেল ভাই ও শাওন ভাই লিখে থাকে। আমি স্কুলে ছিলাম… এসে দেখি এই অবস্থা! মনে হয় পোস্ট প্রকাশ করে তা আবার ডিলিট করা হয়েছিল! এজন্যই সমস্যা হয়েছে!

ব্যাপারটির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি!

পোস্টটা আমিই করেছিলাম। কিন্তু অ্যাডমিন পাওয়ার না থাকায় ভিডিও এমবেড করতে পারিনি। তাই ডিলিট করে দিয়েছিলাম।

ওহহ!!! ভিডিও এমবেড করা তো সহজ!! ইউটিউব হলে জাস্ট লিংকটা পেস্ট করলেই হল…অটোমেটিকই এমবেড হয়ে যায়!!!

যাইহোক পরবর্তীতে মুছার দরকার নাই! কোন সমস্যা থাকলে সমস্যা হিসেবেই থাক! আর আপনার র্যাঙ্ক এক ধাপ বাড়িয়ে এডিটর করে দিলাম রাসেল ভাই! ক্ষমতা বেড়ে গেল!

তোমার সাইটের কয়েকটা জিনিষ খেয়াল কর।
১) জরিপ অংশটা কাজ করতেছে না।
২) সাইটের সাইজ ১০২৪x৭৬৮। কিন্তু স্ক্রোলবার সরালে পাশে সাদা পেজ দেখায়।
৩) ট্রান্সলিটারেশন বাই মাইক্রোসফট তো অনেক ঝামেলার। প্রয়োজনেও ইংলিশ লেখা যায় না।
৪) মেটা টাইটেল, ডেসক্রিপশান ঠিকভাবে ইউজ কর।
৫) “নতুন কমেন্টগুলো” এটা উপরে না দিয়ে পোস্ট আর ক্যাটাগরি আগে দাও। এতে ইউজার নেভিগেশনে সুবিধা পাবে। ইউজার পোস্টও বেশি বেশি পড়তে পারবে।
৬) প্রিয় ব্রাউজার, প্রিয় ফোরামগুলি এগুলো না দিলেও তো বোধহয় চলে। মানুষতো এইসব জানতে আসেনা। ইচ্ছা করলে রাখতে পার। তবে উপরের দিকে না রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
৭) প্রতিক্রিয়া, সাবস্ক্রিপশান, ফলো এগুলো উপরের দিকে রাখাই ভাল।
৮) যোগাযোগের পাতা থেকে “আপনার মন্তব্য জমা দিন” দিন বাদ দিয়ে দাও।
গুগল ওয়েবমাস্টার এর সুবিধা গুলো গ্রহন করতে পার। আর ইচ্ছা করলে থিম চেঞ্জ করতে পার, আরো নতুন আর আকর্ষনীয় সব থিম দেখলাম ওয়ার্ডপ্রেস সাইটে। থিম চেঞ্জ করা তোমার ব্যাপার। এতে করে সাইটে নতুনত্ব আসবে। আর সবসময় সাইটের স্পিড বাড়ানোর চেষ্টা করবে। যদিও সাইটের স্পিড এখন অনেক ভাল।

১) খুবই দারুন এক জিনিস খুঁজে বের করেছ! এইটা যে অকেজ আমি জানতামই না! কেউ জানায়ও নি! ঠিক করলাম! দেখ ঠিক হয়েছে কিনা..।
২) এর কারণ জানি না! বড় রেজুলেশনের মনিটরে এটি হয় না।
৩) জাস্ট ডিজাবল করে দিবা! তাহলেই তো হয়!
৪) দরকার মনে করছি না।
৫) দরকার মনে করছি না।
৬) মাথায় থাকল।
৭) হুমম… মাথায় থাকল!
৮) ঠিক বলেছ! উঠিয়ে দিলাম!

থিম চেন্জ করার কোন প্রয়োজন তো দেখছি না! কারণ যে থিম ইউজ করছি এটা অলরেডি অনেক বেশী কাস্টোমাইজড! নতুন থিম লাগানোর পর যে কাস্টোমাইজের প্রয়োজন তার সময় হাতে নেই। অবশ্যই স্পিডের ব্যাপারে সচেতন থাকব!

১) এখন ঠিক আছে। তবে বর্তমান জরিপে একাধিক অপশান নির্বাচন করার সুবিধা দিলে বোধহয় ভাল হয়। অনেকেই একাধিক ওএস ব্যবহার করে।
২) এটা বড় কোন সমস্যা না। আমার ১৭” তে সমস্যা হয় কিন্তু ১৯” তে হয়না। বরং ১৫” জন্য এটা সুবিধাজনক।
৩) ডিজেবল কিভাবে করে এটাই জানতাম না।
৪) বাংলার জন্য এটার তেমন দরকার নাই তবে ইংরেজীর জন্য আছে।
৫) এটা তোমার ব্যাপার কিন্তু ভিজিটরদের সুবিধা মাথায় রাখা উচিত।
আমি অনেক ছোট বিষয় তুলে ধরেছি। খুব গুরুত্বপূর্ন কিছু না। আসল কথা কি সময় কাটেনা এজন্য তোমার সাইটেই সময় কাটাই।
থিমের ব্যাপারটাও ঐচ্ছিক। জাস্ট মতামত দিলাম এটা না করলেও চলে। তবে গুগল ওয়েবমাস্টার অনেক প্রয়োজনীয়। সেদিকটা খেয়াল রাইখো।

গুগল ওয়েবমাস্টার অনেক আগে থেকেই ইউজ করছি।
আর হ্যা মাইক্রোসফ্টের ওটা ডিজাবল করার জন্য শটকার্ট রয়েছে। ctrl+m দিবে। তাহলেই ডিজাবল হয়ে যাবে। এইটা এড করেছি নতুনদের সুবিধার্থে!

রেজ্যুলেশান ঠিক করার ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি শুরু করেছি। আশা করি সকল মনিটরের জন্য ঠিক করে ফেলতে পারব।

খারাপ হয় না বিষয়টা। পারলে ব্যবস্থা কর, দেখি সময় করে লিখার চেষ্টা করব। সামনে আবার ওয়েব ডিজাইন শিখব, তার ফাকে ফাকে লেখার চেষ্টা করব। অনেক ধন্যবাদ।
আরেকটা কথা, রংমহল বা প্রজন্ম থেকে তো মনে হয় অনেক ভিজিটর পাও তাইনা?

তোমার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ড থেকে পোস্ট লিখতে পারবে।

চমতকার একটা পার্সোনাল ব্লগ । খুব ভালো লাগলো । এই সাইটে পারলে যুদ্ধপরাধীদের বিচারের দাবীতে একটা ছবি বা আইকন ঝুলিয়ে দিতে পারেন । প্রতিবাদ সবখানে জারি থাকুক ।

ভালো থাকবেন ।

নিঝুম মজুমদার

সাইটটা জোস হইসে। আর কথার একটা স্বচ্ছ ভাব..ইমোটিকনের ব্যবহার..উচ্ছলতা সাইটটিকে নিজস্বতা এনে দিয়েছে।
আর ডিজাইনের বেপারে কিছু বলবো না…আমি ডিজাইনের বেপারে বেশি চিল্লাচিল্লি না করে লেখা নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি কিনা।

@Limon: হুমায়ূন আহমেদে’র বই আপলোডিং স্টেজে আছে। সবগুলো বই আপলোড হলে দেওয়া হবে। তাতে বেশ সময় লাগবে। (দেড় থেকে দুমাস)!
@Kishor
থ্যাংক ইউ। নিয়মিত ঘুরে যাওয়ার অনুরোধ থাকল।

এর আগেও জাফর স্যার এর বই সংক্রান্ত একটি পোস্টে আমি এখানে মন্তব্য করেছিলাম । তখন আমি এই সাইটে এসেছি একদম ঘুরতে ঘুরতে । গুগুল এখানে কিভাবে যেন নিয়ে এলো । আর আজকে এসেছি ফেসবুকে একটি লিঙ্ক পেয়ে । মোস্তফা জব্বার সম্পর্কিত একটি লেখা পড়ে । এই হারামজাদার উতপাত অনেক বেড়ে গেছে বলে ক্ষুব্ধ হয়ে আছি । লোকটা আপনাকে কপি রাইট আইন শেখাচ্ছে দেখে আসলে রাগে গা টা জ্বলে যাচ্ছে । আইনীদিক এবং এই ব্যাপারে আপনাকে কিভাবে সাহায্য করা যায় , আমি তা নিয়েই আপনার সাথে কথা বলতে চাই । আমার ই-মেইল এড্রেস হলো- -blessfulhell@hotmail.com . আর ব্লগ ঠিকানা হলো-http://www.nagorikblog.com/blog/6

আপনি ভালো থাকবেন । শিঘ্রী আপনার সাথে কথা হবে ।

নিঝুম মজুমদার

@EMRAAN…
ভাই কিছু মনে করবেন না। ২দিন কস্ট করে অভ্র ফনেটিক শিখে ফেলুন। ইংরেজি ফন্টে বাংলা লেখা বেমানান তাছাড়া আপনার মন্তব্য পড়তে গিয়ে আমার অনেক কস্টও হইছে।

১) না, কোন প্রবলেম নাই।
২) সবকিছুই ভাল, কোন কিছু বাদ দেবার দরকার নেই।
৩) আমার মনে হয় ক্যাটাগরিতে ধাঁধা/কৌতুক নামে একটা ক্যাটগরী এড করলে ভাল হয়
৪) না, পড়েনি।
৫) অসাধারণ!! আপনার পছন্দের প্রশংসা করতেই হয়!

রেজিস্টার করুন। ড্যাশবোর্ডে যান।
নিবন্ধসমূহ ট্যাবের নীচে ‘নতুন আরেকটি’ তে ক্লিক করে আপনার লেখা লিখে সাবমিট করুন আমার পারমিশনের জন্য। আমি ফাইনাল প্রুফ রিডিং দিয়ে পাবলিশ করে দেব।

Easy…Isn’t it?

হেহেহ! আমার সাইটে প্রোফাইল পিকচার আসে গ্রাভাটার থেকে। ওখানে আপনার এই ইমেইল এড্রেস এর যে পিক দিছেন ঐটাই এইখানে শো করতেছে। ওখানে চেন্জ করলে এইখানেও চেন্জ হবে।

গ্লোবাল অ্যাভাটার সিস্টেম!

hi, at first i like 2 thank you for let us know how to download snow leopard but i,m but unable 2 download that. i wanna to copy that from you. i live u mohakhli so i can collect that from you. my email id is nasim_ ahmed2015@yahoo:disqus .com pls send ur reply

vaia amar salam neban asha kore valo asan /vaia ame valo nai apni jode amaka aktu sahajjo kortan tahola aktu valo hoto/amar oankdenar shok ame akta online radio santar korbo kentu parce na /radio korta hola ke ke laga abong kedea korla valo hoi amaka aktu jana ban /bondhukatha@gmail.com

সাইটটি সুন্দর হয়েছে।লেখার স্টাইলটাও সুন্দর।ভাষা সহজ সরল ও প্রাঞ্জল্য হওয়ায় সহজে বুঝতে পারছি।সাইটের থিমটিও সুন্দর হয়েছে।লিংকগুলোতে সহজে ব্রাউজিং করা যাচ্ছে।পোষ্টগুলোও অনেক তথ্যে ভরপুর।ভিজিটরদের কাজে আসবে।এরকম তথ্যপূর্ন্য সাইট তৈরির জন্য ব্লগারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।আশা করছি,সাইটটিতে আরো ভাল ভাল এবং তথ্যপূর্ন্য পোষ্ট পাব।সাইটটি বুকমার্ক করে রাখলাম।নিয়মিত ভিজিট করার চেষ্টা করব।আমি নিজেও একজন ভাল মানের ব্লগ রাইটার হওয়ার চেষ্টায় আছি।অনলাইনে আমার নিজের বেশ কয়েকটি সাইট রয়েছে।সেগুলোতে নিয়মিত ব্লগিং করার চেষ্টা করি।ব্লগিং করতে এবং অন্যের ব্লগ ভিজিট করে আরো বেশী বেশী জানতে ভাল লাগে।ভাল একটি ব্লগ পেলে অনেক ভাল লাগে।নিজের ব্লগের পাশাপাশি অন্যের ব্লগে ভিজিট করা ও কমেন্ট করে থাকি।তাছাড়া বাংলা ভাষায় অনলাইনে যারা ব্লগিং করেন,তাদেরকে আমি বেশ গুরূত্ব দিয়ে থাকি।মোট কথা,আমার জ্ঞানের পরিধি খুব অল্প,তাই এই ব্লগের মতো ব্লগগুলোতে ভিজিট করে কিছু শেখার চেষ্টা করি।বাংলাকে ভালবেসে বাংলায় ব্লগিং করার জন্য আপনাকে পূনরায় ধন্যবাদ জানাচ্ছি।

সমস্যা এখন অনেকটাই নেই বললেই চলে।আগের চেয়ে স্পিডাপ হয়েছে. এসএসএল তো আছেই..ব্যস এবারে যাস্ট বাংলালিংকের মতো নতুন কিছু দিন আমাদের জন্য।
ধন্যবাদ।

Leave a Reply to limon Cancel reply