Categories
টিপ্স এন্ড ট্রিক্স

ঢাকাওয়েবহোস্ট – ডোমেন+হোস্টিং @850tk/year

সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, ঢাকাওয়েবহোষ্ট আবারো নিয়ে এলো আরেকটি আকর্ষণীয় অফার ! আরো সাশ্রয়ী মূল্যে !

প্যাকেজ নামঃ “বিজয়”
প্যাকেজ মূল্যঃ ৮৫০ টাকা বছরে

আপনি যা যা পাবেন –
* ১টি যে কোন টপ লেভেলের ডোমেইন (ফ্রী – ১ বছরের জন্য);
* ১জিবি হোষ্টিং স্পেস;
* ব্যান্ডউইথ – আনমিটেড
* ইমেইল,ডাটাবেস – আনলিমিটেড;
* Softaculous এবং ৯৯% আপটাইম গ্যারান্টেড !!

অর্ডার করুন এখানে

পেমেন্ট অপশনঃ
– বাংলাদেশের ডাচ-বাংলা ব্যাঙ্কে আমাদের একাঊন্টে টাকা জমা দিতে পারেন
– পেপাল/ক্রেডিট/2CO/মানিবুকার্স/এলার্টপে মাধ্যমে দিতে পারেন
– ঢাকা/রাজশাহী সহ কিছু এলাকায় ক্যাশ পেমেন্ট গ্রহনযোগ্য ।

নোটঃ আপনি পেপাল/ক্রেডিট কার্ড দিয়ে পে করলে সাথে সাথেই ডোমেইন+হোষ্টিং পেয়ে যাবেন ।
আর, ব্যাঙ্কের মাধ্যমে টাকা দিলে একটু দেরী হতে পারে (২৪ঘন্টা) ; কিন্তু, আপনি টাকা ব্যাংকে জমা দিয়েই মানি রিসিটটা আমাদের ইমেইল করে দিলে (ইনফো@dhakawebhost.com) ৩-৪ঘন্টার মধ্যে ডোমেইন+হোষ্টিং পাওয়া সম্ভব ।

“বিজয়” অফার উপলক্ষ্যে আমাদের বিজ্ঞাপন –

 

সামনে আরো আকর্ষণীয় অফার পেতে আমাদের ফেসবুক পেইজে আসতে পারেন এখানে

সবাইকে অনেক অনেক ধন্যবাদ

 

[মূল পোস্ট প্রজন্মের এই টপিকে প্রকাশিত

উল্লেখ্য আমার ৫টা সাইট ঢাকা ওয়েবহোস্ট থেকে নেওয়া। দিনে মাঝে মাঝে ১৫হাজার থেকে ২৫হাজার পর্যন্ত ভিজিটর আসে। এখন পর্যন্ত এতচাপেও কোনদিন ডাউন থাকতে দেখি নি। আর এখন পর্যন্ত কোনদিন ওয়েবসাইটগুলোর একটাও ১মিনিটের জন্য ডাউন হয় নি। তাই নতুনদের জন্য প্যাকেজটা ভাল হবে মনে করে এখানে দিলাম।
ধন্যবাদ। 🙂 ]

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

3 replies on “ঢাকাওয়েবহোস্ট – ডোমেন+হোস্টিং @850tk/year”

মন্তব্য করুন