প্রথমেই বলে রাখি আমি আমির খান এর ভক্ত কোন কালেই ছিলাম না এবং গতবছরের ছবি গজিনী (Ghajini) দেখে আমার মুড আরও খারাপ হয় তার উপর!
থ্রি ইডিয়টস! আমির খানের করা এবছরের একটি সিনেমা!
প্রথম থেকেই আমার ধারণা ছিল গতবছরের মত “খালী কলসী বাজে বেশী” টাইপের হবে! ছবিটা মুক্তি পেয়েছে ২৫ শে ডিসেম্বর। কিন্তু গাফিলতার কারণেই হোক আর আমিরের উপর বিরক্তির কারণেই হোক খুব বেশী আগ্রহ পাই নি…
তাই বলে কি দেখবনা? না তা হবে না… সময় ও সুযোগ দুটোই পেয়ে গেলাম আজ! ব্যাস বসে গেলাম দেখতে ! দেখার পর ! আর কি বলব! এক কথায় (কি বলব ভাবছি….) হুমম…
অসাধারণ !
দুর্দান্ত!
দারুন!
ছবিটির এমন কোন অংশ পাই নি যে এই অংশটা খারাপ! এখানে আরেকটু ভাল করা যেত ! বা এই টাইপ কিছু!
Its
truely
AWESOME!
ছবিতে দেখা যায় ৩ বন্ধু আমির, মাধবন ও শারমান এর নানারকম কীর্তিকালাপ! যা কিনা আপনাকে মুগ্ধ করবেই। তাছাড়া এর রয়েছে চমৎকার একটা স্টোরি! ছবির মাঝের বিভিন্ন ফানগুলো তো আরো বেশী জট্টিল! আমি পজ দিয়ে হাসতে হয়েছে তারপর আবার দেখতে বসেছি! আর এর মাঝেই কিন্তু বয়ে গেছে এর মূল স্টোরি! আর এর ডাইরেক্টর এর কাজও যে অসাধারণ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
আর কিছু কি বলার দরকার আছে?
আমার কথা!
যদি না দেখেন নিশ্চিত মিস! এক্ষনি দৌড় মাইরা দেখতে বসেন। হলিউড মুভি পাগল যারা আছেন তারাও একটু দেখেন প্লিজ। আপনাদের ভাল লাগবেই।
ব্যাক্তিগত রেটিং
10 এ 20!
IMDB রেটিং:
8.9/10 (যা কিনা যেকোন হলিউড মুভির তুলনায় ঈর্ষনীয়!)
আর এতভাল কাজের জন্য মূল অভিনেতা আমির খানকে ধন্যবাদ না নিয়ে উপায় আছে?
AAMIR !
You are the BOSS!
ফ্যান হয়ে গেলাম তোর!
Download Links:
10 replies on “থ্রি ইডিয়টস দেখেছেন কী? এক্ষনি দেখুন! (রিভিউ!)”
Will wait for the DVD. 🙂
অমি ভাই! আপনাকে দেখে সত্যিই খুব খুশি হলাম… নতুন ব্লগ বানিয়েছি। কোন খুত বা এডভাইস দেওয়ার থাকলে বলবেন কিন্তু!
হুমম… ডিভিডি এসে গেছে (চোরাই … আসল ডিভিডি না) প্রিন্ট ভালৈ! এই ছবিটা ডিভিডির জন্য ওয়েট করা ঠিক হবে কিনা বুঝতেছি না.. !
এই ছবিটি দারুন দেখে মজা পাইলাম না দেখলে মিস কর তাম
হুমম আমিও মনেকরছিলাম ফিল্ম টা বেশি ভাল হবে না কিন্তু আমিও শেষ পর্যন্ত মুগ্ধ
আমার ও অনেক ভাল লাগছে 🙂
ভাল লাগার মতই ছবি! 😀
Movie ta valoi.tobe ai credit amir khan ar noy.tar ovinoy j khub ahamori kichu chilo ta noy.or jaygay srk ba akshay thakle aro valo acting korte parto.credit ta asole story writer & director ar.
ভাই আপনার সাথে আমি একমত নই! ডাইরেক্টরের কাজ অসাধারণ হয়েছে এবং সাথে আমির খানে’র অভিনয়ও!
মুভিটা যে অতিরিক্ত রকমের অসাধারন , সেটা বলার কোনই অপেক্ষা রাখেনা।
রিলিজ পাওয়ার শুরুর দিকেই দেখে ফেলেছি। এর পরেও যে কত বার দেখেছি তার কোন হিসাব নাই।
থ্রি ইডিয়টস =
আমি ২০-২৫ বারের উপরে দেখেছি!