প্রথম যখন ভিস্তা বের হয় তখন আমাদের কেউই হয়ত বিজয় সফ্টওয়্যারটি চালাতে পারি নি! (গুটিকয়েক ছাড়া)
বিজয় ছাড়াও কিন্তু মানুষের চলে গেছে…কিন্তু বিজয়ের অভাব কিন্তু থেকেই গিয়েছে।
বিজয় ফর ভিস্তার (বিজয় একুশে) দামটা একটু বেশী ছিল বলেই মনে হয় আমরা যারা মধ্যবিত্ত তারা ইউজ করতে পারি নি।
এতদিন পর অর্থাৎ উইন্ডোজ সেভেন রিলিজ হওয়ার পর বিজয় আবারো এসেছে। এবার এর নাম বিজয় বায়ান্নো ২০১০।
আনন্দ কম্পিউটার্স দাবি করে এটা উইন্ডোজ সেভেন/ভিস্তা ৩২ বিট এর জন্য তৈরী করা হয়েছে।
আনন্দ কম্পিউটার্স যা বলছে:
আনন্দ কম্পিউটার্স লিখেছেন:
নতুন বছরে বিজয় বাংলা সফটওয়্যারের নতুন সংস্করণগুলো বাজারজাত করা শুরু হয়েছে। এই বছরের শুরম্ন থেকে বাজারজাত হচ্ছে বিজয় বায়ান্নো ২০১০। এটি উইন্ডোজের ৩২ বিট অপারেটিং সিস্টেমের জন্য প্রণীত। উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা ও উইন্ডোজ সেভেন-এর ৩২ বিট অপারেটিং সিস্টেমে এটি কাজ করে। এতে কেবলমাত্র বিজয় কীবোর্ড রয়েছে। তবে এটি দিয়ে বিজয় কোড ছাড়াও ইউনিকোডে টাইপ করা যায়। এর খুচরা মূল্য মাত্র ১০০ টাকা।
যাদের দরকার তারা সংগ্রহ করুন বিজয়ের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে।
অথবা ফোন করুন এই নম্বরে: 02-7194002 (অফিস নাম্বার। অফিস টাইমে ফোন করুন।)
আর নয় পাইরেসী! অন্তত দেশী সফ্টওয়্যারের বেলায়!
8 replies on “বিজয় ভিস্তা/সেভেন প্রবলেম? আর না! আর না!”
কাজের পোস্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ওয়েলকাম!
ধন্যবাদ খবরটা দেওয়ার জন্য।
এই বছরের শুরম্ন থেকে
আনন্দ কম্পিউটার ভুল লেখেছে!!!
নাহ! আমি কনভার্ট করেছিলুম তো (আসকি টু ইউনিকোড)… এইজন্য ভেঙে গেছে! 🙁
ওওওওওওওওও
india te base kibhabe pete pari
The use of Bijoy is obsoleted now. It’s use has come to an end because of the rival of open sourced free Bangla software Avro. Go to http://omicronlab.com & download Avro. You’ll find all the features of Bijoy in Avro also.