দুই দুইটা বছর পার হয়ে গেল ব্লগটার! সত্যি কথা বলতে ভাবতেই অবাক লাগে এখনও যে এটা টিকে আছে! এমনি শখের বসে বানানো ব্লগের দুইটা বছর পেরিয়ে গেল যেন চোখের পলকে! সত্যিই সময় অনেক দ্রুত যায়! দুই বছর আগে এই দিনে অনেকটা চুপিসারেই এই ব্লগটি শুরু করেছিলাম। (সার্ভারে ওয়ার্ডপ্রেস আপ করেন সালেহ ভাই! প্রথম ব্লগ পোস্ট করা হয় ২১ তারিখ)
দুই বছর পূর্তি হলো… চলেন কেক খাই!
ভাবতে অবাক লাগে এই ব্লগের আজাইরা লেখা পড়বার জন্য ১০৩ জন ব্যক্তি ইমেইল নিউজলেটারের জন্য সাইনআপ করেছেন।
হলে অনেকদিন আগেই লেখা বন্ধ করে দিতাম। পাঠক আছে বলে লিখে যেতে সাচ্ছন্দ্য বোধ করি।
এই ব্লগ থেকে কি পেয়েছি?
এক কথায় যদি বলতে হয়, তাহলে বলতে হবে –এই ব্লগই আমাকে ওয়েব ডেভেলপিং এর জগতে নিয়ে এসেছে। ওয়ার্ডপ্রেস, জুমলা, পিএইচপি ইত্যাদি বিষয়ের সাথে পরিচিত করেছে। এর মাধ্যমে ব্লগিং শিখেছি। কিভাবে ভাল ব্লগার হওয়া যায় তার শিক্ষা পেয়েছি। আর কি চাই?
নিজের সুনাম কার না ভাল লাগে, আমারও ভাল লাগে। যখন আমার পাঠকেরা আমার সম্বন্ধে দু’টি প্রশংসাসূচক বাক্য বলেন, তখন যে অনুভূতি হয় তা বলে বোঝানো সম্ভব নয়। এই বাক্যগুলোই আমাকে আরোও লিখতে অনুপ্রেরণা যোগায়। সবার ভালোবাসার স্রোতধারা আমাকে প্রতিনিয়ত সিক্ত করে।
বর্ষপূর্তিতে ছোট্ট কিছু পরিসংখ্যান
প্রকাশিত পোস্টসংখ্যা – ১৬৪ টি
প্রকাশিত মন্তব্যসংখ্যা – ১৪৬৬ টি (গড়ে ৯টি মন্তব্য)
পাঠক এসেছেন – ৭০ টি দেশ থেকে
এই ব্লগের লক্ষ্য কি?
আমি চাই এই ব্লগটি আরও বড় হউক, প্রতিদিন আরো বেশী পাঠক জমায়েত হউক। তারা ব্লগিং বিষয়ে জানুক, প্রযুক্তি বিষয়ে জানুক, এডসেন্স বিষয়ে জানুক।
7 replies on “শুভ জন্মদিন “আমার ঠিকানা…”!”
ভার্চুয়াল কেক খাবো না ভাইয়া, আসল কেক নিয়া আইসেন…।।
খাঁটি কথা কইছেন, আসল কেক খামু। শুভ জন্মদিন…
শুভকামনা।
শুভ জন্মদিন আমার ঠিকানাকে। সেই সাথে সাইফ’কেও।
এগিয়ে যাও তোমার ব্লক নিয়ে.. আমারা আছি তোমার পিছে…!
ভালোবাসা সম্পর্কে মজার ভিডিও দেখতে ভিজিট করুনঃ http://goo.gl/f7N9Eq
সুন্দর
http://chaderhut.com/
I am a Lead Generator. I work various market place. If any need knock me. Please visit my Gig — https://bit.ly/2GieoA8