আমরা সবাইই এখন মোটামুটি ভাবে বাংলা ওয়েবসাইট ব্রাউজ করি। কিন্তু বেশীরভাগ ওয়েবসাইটের বাংলা দেখা যায় ভৃন্দা ফন্ট দিয়ে… যা কিনা খুব বিরক্তিকর। এজন্য ফন্টফিক্সার আছে.. কিন্তু ওটা শুধু উইন এক্সপির জন্য।
আজ গুগল ক্রোম নিয়ে একটু ঘাটাঘাটি করতেই পেয়ে গেলাম নিজের ইচ্ছামত ফন্ট ব্যাবহার করার অপশনটা।
প্রস্তুতি:
প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনি কি ফন্ট ব্যাবহার করবেন। ওয়েবসাইট দেখার জন্য সাধারণত সিয়ামরূপালি ব্যাবহার করা হয়। কিন্তু এটা ঠিক সোলায়মানলিপির মতো নয়.. সোলায়মানলিপি দিলে আবার লেখা ছোট হয়ে যায়। এজন্য আমি ব্যাবহার করতে বলব “তন্বীবাংলা ওএমজে” ফন্টটি.. যা কিনা সোলায়মানলিপির মতো … ছোটও হবে না।
কাজের ধাপ:
প্রথমেই গুগল ক্রোম ওপেন করুন। তারপর নীচের নির্দেশনা অনুযায়ী কাজ করুন:
1) এড্রেসবারের ডানপাশে রেঞ্চ এ ক্লিক করুন।
2) অপশন্স (OPTIONS)
3) উপর থেকে আন্ডার দি হুড (Under The Hood)
4) স্ক্রল করে নিচে নামুন
5) Change font and language এ ক্লিক করুন।
6) নতুন উইন্ডোতে দ্বিতীয় সারির ফন্টসিলেকশান মেনু (Sans-Serif Font) থেকে আপনার পছন্দমত ফন্ট দিন অথবা “তন্বী বাংলা ওএমজে” ফন্টটি দিন।
7)ক্লোজ করুন।
8) ম্যাজিক দেখুন।
কেমন লাগল বলতে ভুইলেন না!
4 replies on “ভৃন্দার দিন শেষ! গুগল ক্রোমে পছন্দমত ফন্ট দিন!”
boss re paiya gechi. boss jotil joche. chalie jan.
ধন্যবাদ ফাহিম!
তবে এর পুরো ক্রেডিট কিন্তু সালেহ ভাইয়ের!
জানি জানি। তিনিই তো আমাকে আপনার সাইটের ঠিকানা দিয়েছিলেন। আমার সাইটটির ক্রেডিটও তো তারই।
থ্যাংক্স ফর তে বিকি :))
শেয়ারিং আইটি ইন ফেসবুক 🙂