“আমার ঠিকানা- ব্যাঙের ছাতার মত আরেকটা ওয়েব ব্লগ”
এই শিরোনামে কাজ চলছে আমার ব্লগ সাইটের …
বেশ কিছু কাজ সম্পন্ন হওয়ার পর এখন এর আর টি এম রিলিজ দেওয়ার সময় হল..
সাইটের যেসব বাগ ফিক্স করা হয়েছে:
- কমেন্ট ইরর সমস্যা শেষ।
- ফেভিকন যুক্ত।
- কন্ট্যাক্ট পেজ যুক্ত।
- সাইটের নেভিগেশন বাটন এবং সার্চ বক্সের পজিশান ঠিক করা হয়েছে। (এই কাজটির জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ invarbrass ভাইয়ের কাছে। উনিই ঠিক করেছেন।)
- লিংকস এ বাংলা হেল্প নামে একটি লিংক যুক্ত করেছি!
(এই কাজে আমাকে সাহায্য করেছে ইমতু)
এছাড়াও অন্য কোন সমস্যা দেখা দিলে এই পোস্টে বলুন!
এছাড়া এ সাইট নির্মানে একজনের অবদান বিশেষভাবে উল্লেখ না করলেই নয়! তিনি হলেন সালেহ ভাই। নানাসময় নানা কাজে সর্বোতভাবে সাহায্য করেছেন উনি।
যেকোন ফিডব্যাক, মতামত, উপদেশ বিশেষভাবে সমাদৃত। আপনাদের সাহায্য ও সহযোগীতা একটি পরিপূর্ন ওয়েবপেজ গঠনে আমাকে সাহায্য করবে এই প্রত্যাশা!
26 replies on “সাইটের আর টি এম রিলিজ হল!”
ভালো। এবার তাহলে আরোও কিছু নতুন ফিচার যুক্ত করুন এবং ব্লগটি ফাইনালভাবে রিলিজ করে দিন। আশা করি সাইটটি বটগাছের মতো ধীরে ধীরে বেড়ে উঠবে।
ধন্যবাদ তোমার উপদেশের জন্য! কিন্তু আর কি এড করব? আমার মতে সবই তো শেষ!
হুমম…
আইডিয়া গুলো মাথায় থাকল!
তোমায় ধন্যবাদ ফাহিম!
আর কিকি যোগ করবেন তা যখন খুজেঁ পাচ্ছেন না, তখন আপনাকে একটু সাহায্য করি।
১। আপনার সাইটে এই মুহূর্তে কতজন ভিজিটর আছে সেজন্য আপনার সাইটে কোন প্লাগ-ইন বা উইডগেটও নেই। এর জন্য ওয়াশ-আপ প্লাগ-ইনটি ব্যবহার করতে পারেন।
২। আপনার সাইটে একটা ঘড়ির ব্যবস্থা করতে পারেন। এ জন্য ক্লকি নামের একটা প্লাগ-ইন আছে। সেটা ব্যবহার করতে পারেন।
আর আমার নজরে তেমন কিছু একটা পড়ল না। এগুলো পেতে বা কনফিগার করতে কোন রকম সমস্যা হলে আমার সাথে আপনি আজ বা কালের মধ্যেই যোগাযোগ করতে পারেন। কারণ এখন আমি ফ্রি আছি। ২ তারিখ থেকে স্কুল খুলবে। তাই তখন আবার বিজি হয়ে পড়ব।
ধন্যবাদ।
সুন্দর সাইট। ডিজাইনটা আমার খুব ভাল লেগেছে। অনেক কাজের পোস্টও দেখলাম। মাঝে মধ্য বেড়াতে আসবো। ভাল চা-নাস্তা (ভাল পোস্ট) পাওয়া যায়।
আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম!
have you any facebook acount,plz?
@ gorki
Plzz Check the about button above the site… all information there.
সাইফ দি বস ৭ -ভাই, মন্তব্য করতে একটু দেরী করে ফেললাম। অথচ ওপেনিং-এর দিনই আমি এসেছিলাম। আজ সময় করে পুরো ব্লগ দেখলাম এবং পড়লাম। চমৎকার হয়েছে ভাই। সব টপিক এবং বিষয়ই আমার ভাল লাগলো। সবচেয়ে ভাল লাগলো আপনার ছবি। কারন অনেকদিন ধরেই আপনাকে দেখার ইচ্ছা ছিল। ভাই, আপনার প্রতি শুভ-কামনা রইলো। ধন্যবাদ।
খুশি হলাম ভাই! ভাল লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
বেশ কয়েকবার সাইটটি ভিজিট করেছি।
সংক্ষিপ্ত মতামত পেশ করছি।
* সাইটের ডিজাইন সুন্দর হয়েছে
* পার্মালিংক সেটিংটা পরিবর্তন করা দরকার। বর্তমান সেটিংএ, যাদের কম্পিউটারে ইউনিকোড সাপোর্ট নেই সেখানে লিংক শেয়ার দেয়া কষ্টকর এবং কিছু কিছু ক্ষেত্রে লিংক শেয়ার করাও মুশকিল।
* টপ মেনুতে পার্মালিংক সম্বলিত লিংক দেয়া নেই।
* সাইটের width একটু খানি বড়ানো যায় মনে হয়
পয়েন্ট নাম্বার 1: ধন্যবাদ।
পয়েন্ট নাম্বার 2: নতুন সেটিং করে দিয়েছি। বর্তমান সেটিং /%post_id%.html.
পয়েন্ট নাম্বার 3: টপ মেনু কোনটা? বুঝি নাই!
পয়েন্ট নাম্বার 4: এটা কিভাবে করা যায় বলবেন? আমি পারি না এটা!
সাইটের আবার RTM? প্রথম শুনলাম। ভাল ডিজাইন পছন্দ করেছ। আরাফাত ভাই যেটা বলল, সাইটের Width টা বাড়াতে হবে। CSS সম্বলিত ব্যাপার-স্যাপার।
ওহ, আরেকটা কথা। যেহেতু আমাদের নেট স্পিড ভাল না, তাই বেশি ছবি পরিহার করা উচিত এবং কম ছবিওয়ালা থীম ব্যবহার করা উচিত।
@ তারেক ভাই!
নতুন ভাবে সাজালাম পুরো ওয়েবটাকে! দেখুন তো কেমন হয়েছে! 🙂
মন্তব্য করতে পারছি না!!
কেন কেন কেন? কি দেখায়?
ক্লিক করলেই জাভাস্ক্রীপ্টের মতে কি যেন একটা আসে। যতবার ক্লিক করি ততবারই আসে। দেখছ না উপরে আমার কমেন্টের উপরে আর নিচে তোমার নাম চলে এসেছে। এটাতে ও আসবে।
এখন ঠিক আছে। পারছি এখন। এখন আর কিছু আসছে না। ধন্যবাদ।
যাক বাঁচা গেল! কোন টিপ্স ও ট্রিক্স থাকলে দিবেন কিন্তু !
নতুন স্মাইলি সেট যুক্ত করলাম!
ধন্যবাদ। অনেক স্মাইলি যুক্ত করেছ দেখছি। আমি দুইএকটা দিয়ে দেখি।
মন্তব্য এল না কেন??
হুমম এসেছে!!
আসলেই ভাল!