অনেকদিন ধরেই এডসেন্স নিয়ে নাড়াচাড়া করছিলাম। অবশেষে সেই মুহূর্তের দেখা পেলাম যার অপেক্ষা করছি বহুদিন থেকে। জীবনের প্রথম এডসেন্স চেক হাতে পেলাম। চেকটি ইস্যু হয়েছিল গতমাসের ২৩ তারিখ। আমি জানতাম ১৪-১৬ দিনের মধ্যেই চলে আসে। কিন্তু না আসায় আমি একটু টেনশন করতেছিলাম। অবশেষে প্রায় ২১ দিন পর অবশেষে আজকে বাসায় এসে জানতে পেরেছি পোস্টম্যান চেক দিয়ে গেছে। নীচে চেকটার কিছু অংশ হাইড করে স্ক্যান করে দিলাম।
(বড় করে দেখার জন্য জাস্ট ক্লিক করে একটু ওয়েট করুন। )
নতুন হিসেবে এমাউন্টটা হয়ত খুব বড় নয়। কিন্তু একজন নবম শ্রেণীর ছাত্রের জন্য ব্যাপারটা একেবারে কম নয়। হঠাৎ করে প্রায় এতগুলো টাকা হাতে পেলাম। আমি খুব খুশি
আর এডসেন্সের ব্যাপারে আমাকে সবচেয়ে বেশী সাহায্য করেছে
- মহামান্য গুগল
- জিন্নাত উল হাসান ব্লগ
- আদনান ভাই [প্রজন্মে problogger99 এবং জিন্নাত উল হাসান ব্লগে আদনান ভাই]
- হাঙ্গরিকোডার ভাই
সবাই আমার জন্য দু’আ করবেন যেন আমি আরও ভাল আয় করতে পারি।
24 replies on “জীবনের প্রথম এডসেন্স চেক হাতে পেলাম!”
অভিনন্দন এবং স্যালুট 🙂
আবার স্যালুট মারলা কিল্লাই? যাইহোক…ধন্যবাদ। 🙂 তোমাদের হেল্প না থাকলে কখনোই এতদূর আসতে পারতাম না।
You guys are awesome.
এতদুরের কি দেখলা ? এতো কেবল শুরু , আশাকরি আরো অনেক অনেক দুর এগিয়ে যাবে জীবনের প্রতিক্ষেত্রেই 🙂
@sarim:twitter ধইন্যাপাতা। 🙂
@sarimkhan:twitter ধইন্যাপাতা সারিম ভাই।
ডিসকাসের বট দেখি আমারে টুইটারে মেনশন করে :O
হুমম। জিনিসটা জুসস আছে 😀 @sarimkhan:twitter
বিশাল ভাবে অভিনন্দন। দিনে দিনে আমি তোমাকে আরও অনেক সামনে দেখতে চাই। 🙂
@google-6ae210dadb8580717e7e215d866a9d09:disqus ভাই: ইনশাল্লাহ। আপনারা সাথে থেইকেন। 🙂
হে হে , কি মিয়া অটো প্লাগিনটা লাগব ?? :p
(congratulations) 🙂
মিয়া কইলাম তো লাগব। 😀 দেন না কিল্লাই?
ধন্যবাদ। 🙂
আচ্ছা সাইফ বাংলা ব্লগে না গুগল এডসেন্স দেয় না? তুমি কি করে করলা? আর ব্লগে তো কোনো বিজ্ঞাপনও দেখছি না। তাহলে কি অন্য সাইটের জন্য?
হ্যা।
ব্যাপক মজা তে আছি!
অভিনন্দন সাইফ।
ধন্যবাদ পলাশ ভাই। 🙂
Wish u all the best….
Thanks! 🙂
ব্যাপক মজা তে আছি!
অভিনন্দন
http://chaderhut.com/
Congratulations. BD Govt Job
I am a Lead Generator. I work various market place. If any need knock me. Please visit my Gig — https://bit.ly/2GieoA8
kfuwief uwgifw fuwgfi wigfwiogiafg ikwg
অভিনন্দন ভাই