আজ রংমহলের ইলিয়াস ভাইয়ের পোস্ট থেকে জানতে পারলাম গুগল পেজ র্যাঙ্ক আপডেট করেছে।
মাত্র আমার ঠিকানা…‘র পেজ র্যাঙ্ক চেক করে দেখলাম। খুশির খবর হচ্ছে আমার ঠিকানা…‘র পেজর্যাঙ্ক এখন ৩! আগে যখন দেখেছিলাম তখন সম্ভবত ০ ছিল।
দেখে খুব ভাল লাগল। তাছাড়া এখন মন্তব্যগুলো সব ডুফলো করে দিয়েছি। ফলে মন্তব্য করলেই ব্যকলিঙ্ক পাবেন। 🙂
6 replies on “গুগল পেজ র্যাঙ্ক আপডেট ২০১১”
অনেক অনেক অভিনন্দন!! কোথা থেকে চেক করলেন লিঙ্কটা দিন।
http://www.prchecker.info/
ধন্যবাদ..ভাই। আমি ভেবেছিলাম পেজ র্যাঙ্ক চেক করার গুগোলে নতুন কোন সার্ভিস চালু করেছে। 😛
আমার ইবুক ডাউনলোডের একটা আছে।ওটা চেক করলাম।পেজর্যাঙ্ক ২।
অভিনন্দন
পেজ র্যাঙ্ক পরে কমার কি কোন সম্ভাবনা আছে? এখন দেখলাম ২ আছে!