Categories
গুগল এডসেন্স

গুগল এডসেন্সের এড্রেস ভেরিফিকেশন পিন হাতে পেলাম!

গুগল এড্রেস ভেরিফিকেশন পিন পাঠিয়েছিল প্রায় তিনমাস আগে। কিন্তু কেন জানি হাতে এসে পৌছায় নি। অলরেডি ২বার রিকুয়েস্ট করেছিলাম। গতকাল রাতে এড্রেস ভেরিফিকেশন পিন হাতে পেলাম। যে খামে এড্রেস ভেরিফিকেশন পিন এসেছে তার এপাশ ওপাশ স্ক্যান করে দিলাম।

এটা ভিতরের কাগজ। এখানে পিন লেখা ছিল।

প্রতিটা ছবিতে ক্লিক করলেই বড় করে দেখতে পারবেন।

গুগল এডসেন্স প্রোগ্রামে যেন সফলতা পাই এজন্য সবাই আমার জন্য দু’আ করবেন।

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

9 replies on “গুগল এডসেন্সের এড্রেস ভেরিফিকেশন পিন হাতে পেলাম!”

ভাই…খাম পেলেন কোথায়? একটা কাগজ মাঝ বরাবর ভাজ করে তিন দিক থেকে গোলাকার টেপ মারা থাকে। আমি ২ বছর আগেও এমনই কাগজ পেয়েছিলাম। দুই বার পেমেন্ট পাওয়ার পর এ্যাকাউন্ট ব্লক করে দিয়েছিল। আপনার এ্যাকাউন্টে কত জমেছে?

মন্তব্য করুন