গুগল এড্রেস ভেরিফিকেশন পিন পাঠিয়েছিল প্রায় তিনমাস আগে। কিন্তু কেন জানি হাতে এসে পৌছায় নি। অলরেডি ২বার রিকুয়েস্ট করেছিলাম। গতকাল রাতে এড্রেস ভেরিফিকেশন পিন হাতে পেলাম। যে খামে এড্রেস ভেরিফিকেশন পিন এসেছে তার এপাশ ওপাশ স্ক্যান করে দিলাম।
এটা ভিতরের কাগজ। এখানে পিন লেখা ছিল।
প্রতিটা ছবিতে ক্লিক করলেই বড় করে দেখতে পারবেন।
গুগল এডসেন্স প্রোগ্রামে যেন সফলতা পাই এজন্য সবাই আমার জন্য দু’আ করবেন।
9 replies on “গুগল এডসেন্সের এড্রেস ভেরিফিকেশন পিন হাতে পেলাম!”
হূমম! অগ্রীম অভিনন্দন, সবকিছু ঠিকভাবে চলতেছে। 🙂
কেন্তু বাংলা সা ইটে কেন করা যায়না 🙁 (কান্নার ইমো হবে)
গুগল অনুমতি দেয় নাই। 🙁
কী মজা! 😛
best of luck!
@juhasan:disqus Thanks 🙂
ভাই…খাম পেলেন কোথায়? একটা কাগজ মাঝ বরাবর ভাজ করে তিন দিক থেকে গোলাকার টেপ মারা থাকে। আমি ২ বছর আগেও এমনই কাগজ পেয়েছিলাম। দুই বার পেমেন্ট পাওয়ার পর এ্যাকাউন্ট ব্লক করে দিয়েছিল। আপনার এ্যাকাউন্টে কত জমেছে?
🙂
I am a Lead Generator. I work various market place. If any need knock me. Please visit my Gig — https://bit.ly/2GieoA8