জিপি হচ্ছে এদেশের আলো…
তাদের কথা হচ্ছে “আলো আসবেই!”
কিন্তু দিনকে দিন নেট স্পিড তো বাড়ছেই না বরং কমছে…
এইভাবে কিভাবে আলো আসবে তা আমার মাথায় ঢুকে না।
এজন্য কিছুদিন আগে নিয়ে নিলাম বাংলালিংক নেট… প্যাকেজ পি 2
স্পীড জিপি থেকে বহুত বেশী! জিপিতে নরম্যালি পেতাম ১৫.. হাইয়েস্ট ১৮-২০…
কিন্তু বাংলালিংক এ পাচ্ছি নরম্যালি ২০.. হাইয়েস্ট ৪৫-৫০…
জিপি থেকে বহুত গুণে ভালা আছে!
প্যাকেজ বিবরণ:
আনলিমিটেড প্যাকেজ।
15 দিনে 375 টাকা…
আরও 15 দিনে 375 টাকা,,,
মোট ভ্যাটসহই ৭৫০ টাকা.
2 replies on “বাংলালিংক নেট”
আমি টেস্ট করছিলাম। ১.৫ কিবি থেকে ২ কিবি।
জিপি ইউস করি মোটামোটি। ৩০ কিবি ম্যাক্স। ২০ করে থাকে।
বাংলাবিলাইয়ের এজ কাভারেজ সবজায়গাতে নাই! যেখানে আছে সেখানে জিপি থেকে বহুত ভাল স্পিড! 😀 (y)