আমি গত কয়েকমাস ধরে গুগল এডসেন্স নিয়ে কিছূ ঘাটাঘাটি করেছি। এরমধ্যে হাসান ভাইয়ের ব্লগ, প্রজন্মের problogger99 ভাই সহ অনেকেই বেশ হেল্প করেছেন।
এই কয়েকমাস ঘেটে আমি একটা জিনিসটা খুব পরিষ্কার বুঝতে পেরেছি। সেটা হল
গুগল এডসেন্সকে কখনোই ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না।
এই কয়েকদিন ঘুরে ফিরে এই জিনিসটা যে চরমভাবে সত্য তা খুব ভালভাবেই টের পেয়েছি।
তাই কখনোই আপনি এডসেন্স প্রোগ্রামকে বোকা বানানোর চেষ্টা করবেন না। সকল প্রকার টার্মস এন্ড কন্ডিশন্স ভায়োলেশন এড়িয়ে চলুন। এজন্য গুগল এডসেন্স পলিসি’র টার্মস & কন্ডিশন্সগুলো একটু ভাল করে পড়ে নিন।
আর বর্তমানে বিভিন্ন সাইটে এডসেন্সে আয় করার চটকদার বিজ্ঞাপন দেখা যায়। এগুলো যে পুরোপুরি ফ্রড তা মনে হয় নতুন করে বলে দিতে হবে না। এগুলো সম্পর্কে সবসময় এড়িয়ে চলুন। আর দুটি প্রবাদ।
১) ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গোড়ে তোলে মহাদেশ সাগর অতল
২) অতি চালাকের গলায় দড়ি।
সো…হ্যাপি এডসেন্স পাবলিশিং!
14 replies on “গুগল এডসেন্সে যে কাজটি করে কখনোই পার পাবেন না!”
ধুর মিয়া, আমি ভাবলাম কি না কি কাজের কথা কইবা !ধোকা দেওয়া খারাপ এইটা তো বাল্যকাল থেকেই শিখে আসতেছি :S
হাহাহ! হতাশ হচ্ছো মনে হয়। আসলে এই বাক্যটা খুব সিম্পল মনে হলেও এডসেন্সের জন্য এটাই ধ্রুব সত্য।
মনে করেছিলাম বড় কোন পোস্ট হবে!! ধরা খাইলাম!!
আমিও :S
একটু বিস্তারিত বললে ভাল হতো। নিজের অভিজ্ঞতা থেকে।
আমি অনেক আগে এডসেন্স করতাম। পাকনামী করে একবার ধরা খাইছিলাম। এবার পুরাই সোজা হয়া গেসি…. 😛
আমি দুইবার এ্যাডসেন্সকে বোকা বানিয়েছি! প্রথমবার $285 আর দ্বিতীয়বার $100! Tor কে ধন্যবাদ।
ধরা যে খাও নাই এটাই তোমার ভাগ্য ভাল!
হুম ভাল কতা কইচেন ভায়া। আমি একবার ধরা খাইচলাম 😀 এই ভুল আর অইবোনা। 😉
হুম ভাল কতা কইচেন ভায়া। আমি একবার ধরা খাইচলাম 😀 এই ভুল আর অইবোনা। 😉
আমি তো ভাবতেছি একবার ধোকা দিয়ে দেখা দরকার! কিন্তু একটা ইংলিশ ব্লগ বানানো দরকার আগে! :S
সাবধান হয়েছি অনেক আগেই…..
ভাবলাম কি? লিখলা কি? আর পড়লামই কি?
I am a Lead Generator. I work various market place. If any need knock me. Please visit my Gig — https://bit.ly/2GieoA8