অনেক আগেই একটা পোস্ট লিখেছিলাম গুগল ক্রোম ও এস কী এই বস্তু নিয়ে। বেশীরভাগ মানুষই তখন এটি নিয়ে খুব আগ্রহ দেখিয়েছিল।
মাঝখানে অনেক সময় অতিবাহিত হয়েছে। সময় এসেছে মার্কেটে ক্রোম নোটবুক রিলিজ হওয়ার। তবে Chrome Cr-48 নোটবুকও মানুষের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয়। ক্রোম নোটবুক সম্ভবত আসছে গুগলের আগামী I/O Conference এই। ক্রোম ও এসের লেটেস্ট আপডেটে সার্চ জায়ান্ট গুগল নতুন ফাইল ম্যানেজার সুবিধা এনেছে। যা ক্রোম ও এসের জন্য খুবই দরকারী একটি ফিচার ছিল।
স্যামস্যাং আনছে ক্রোম ও এস ল্যাপটপ
ক্রোম ও এস চালিত ল্যাপটপগুলো বাজারজাত করবে স্যামস্যাং। I/O কনফারেন্সেও স্যামস্যাং এর ল্যাপটপই প্রদর্শিত হবে। I/O কনফারেন্সের পরপরই ক্রোম নোটবুক বাজারে ছাড়ার কথা বলছে গুগল।
দেখা যাক…ক্রোম ও এস প্রযুক্তি বিশ্বে কতটা সাড়া জাগাতে পারে!
7 replies on “আসছে ক্রোম নোটবুক!”
আসতে আসতে যায় বেলা!
আসছে শীঘ্রই… 🙂
ভাইয়া তোমার কাছে আমি জাবো কিভাবে।তোমার cell no দেও।বা বাসার ঠিকানা?আমার নুম্বের-০১৯২০০৮১০০৮/০১৭২০০৮১০০৮/৯০০৬১২৪। ম্যাক হেল্প চাই
শুধু Samsung নয়, সাথে Acer ও ক্রোম ওএস ল্যপটপ আনছে৷ তবে আমার এইটার কোন প্রয়োজন নাই৷
কারোরই দরকার নাই! আমাদের কাজ শুধু এইসব বইসা বইসা দেখা! 🙁
I am a Lead Generator. I work various market place. If any need knock me. Please visit my Gig — https://bit.ly/2GieoA8
Thanks for sharing this. Its very useful for all. Please check the link –
http://moonmoon74.blogspot.com