Categories
কম্পিউটার বিষয়ক

আসছে ক্রোম নোটবুক!

অনেক আগেই একটা পোস্ট লিখেছিলাম গুগল ক্রোম ও এস কী এই বস্তু নিয়ে। বেশীরভাগ মানুষই তখন এটি নিয়ে খুব আগ্রহ দেখিয়েছিল।

মাঝখানে অনেক সময় অতিবাহিত হয়েছে। সময় এসেছে মার্কেটে ক্রোম নোটবুক রিলিজ হওয়ার। তবে Chrome Cr-48 নোটবুকও মানুষের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয়। ক্রোম নোটবুক সম্ভবত আসছে গুগলের আগামী I/O Conference এই। ক্রোম ও এসের লেটেস্ট আপডেটে সার্চ জায়ান্ট গুগল নতুন ফাইল ম্যানেজার সুবিধা এনেছে। যা ক্রোম ও এসের জন্য খুবই দরকারী একটি ফিচার ছিল।

স্যামস্যাং আনছে ক্রোম ও এস ল্যাপটপ

Chrome OS Device

ক্রোম ও এস চালিত ল্যাপটপগুলো বাজারজাত করবে স্যামস্যাং। I/O কনফারেন্সেও স্যামস্যাং এর ল্যাপটপই প্রদর্শিত হবে। I/O কনফারেন্সের পরপরই ক্রোম নোটবুক বাজারে ছাড়ার কথা বলছে গুগল।

দেখা যাক…ক্রোম ও এস প্রযুক্তি বিশ্বে কতটা সাড়া জাগাতে পারে!

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

7 replies on “আসছে ক্রোম নোটবুক!”

ভাইয়া তোমার কাছে আমি জাবো কিভাবে।তোমার cell no দেও।বা বাসার ঠিকানা?আমার নুম্বের-০১৯২০০৮১০০৮/০১৭২০০৮১০০৮/৯০০৬১২৪। ম্যাক হেল্প চাই

মন্তব্য করুন