এই পোস্টটি ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল প্রক্রিয়ার ৩য় এবং শেষ পর্ব।
[এই পর্বের প্রথম লেখাটি পড়ছেন। এই সিরিজের অন্যান্য লেখাগুলি
- পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (১ম পর্ব)
- পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (২য় পর্ব)
- পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (শেষ পর্ব)
গত পর্বে আমরা ম্যাক সফল ভাবে ইন্সটল করেছিলাম। এবার আমাদের কাজ হল উইন্ডোজ সেভেন এবং ম্যাক ডুয়েল বুট করা। এরজন্য কিছু জিনিসপত্র লাগবে।
যা যা লাগবে:
- ১টি উবুন্টু/মিন্ট লাইভ সিডি
- ১টি উইন্ডোজ সেভেন এর ডিভিডি
- ১টি সফ্টওয়্যার
ধরি আপনি সফলভাবে ম্যাক ইন্সটল করেছেন। এবার আমাদের কাজ হল উইন্ডোজ সেভেনকে ফিরিয়ে আনা এবং ম্যাককে বুট করানো।
এজন্য প্রথমে আপনি উবুন্টু/মিন্টের লাইভ সিডি দিয়ে বুট করুন এবং উবুন্টু/মিন্ট ডেস্কটপ থেকে gparted ওপেন করুন। (Applications >> Accessories >> GParted Partition Editor)
জিপার্টেড ওপেন হওয়ার পর আপনার বুট ফ্ল্যাগগুলো লক্ষ্য করুন। দেখবেন আপনার উইন্ডোজ সেভেন ড্রাইভের পাশে Boot নেই কিন্তু ম্যাকের পার্টিশনে Boot আছে। এখন আপনার কাজটি সহজ।
- জিপার্টেড থেকে উইন্ডোজের পাটিশানটি সিলেক্ট করুন এবং Right Mouse Click করে Change Boot Flags সিলেক্ট করুন।
- নতুন উইন্ডো থেকে Boot সিলেক্ট করুন এবং ওকে করুন।
- এবার ম্যাক ও এস এক্স ড্রাইভ সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করুন এবং বুট চেক করা থাকলে তা আনচেক করুন। এবার ওকে করুন।
ব্যাস হয়ে গেল। এখন আপনার পিসি উইন্ডোজ সেভেন বুটলোডার দিয়ে বুট করবে। কিন্তু উইন্ডোজ সেভেন বুট করার পর অনেকক্ষেত্রে আপনার উইন্ডোজ নাও চলতে পারে। (আমাকে কয়েকবার বলেছে বুট ম্যানেজার করাপ্টেড)
এখন এই করাপ্টেড বুট ম্যানেজার ঠিক করারও একটি সহজ উপায় আছে। এজন্য প্রথমে আপনার উইন্ডোজ সেভেনের ডিভিডি দিয়ে বুট করুন এবং ইন্সটলের সময় Repair Windows সিলেক্ট করুন। Repair Windows সিলেক্ট করার পর আপনার ওখানে Command Prompt পাবেন। Command Prompt ওপেন করুন এবং নীচের নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
1) type: diskpart
2) type: select disk 0
3) type: list volume (এখানে আপনার উইন্ডোজ সেভেনের ডিভিডি'র ড্রাইভ লেটারটা লক্ষ্য করুন। ধরি আমার ড্রাইভ লেটার J)
4) type:
exit
5) type: cd..
(dot dot)
6) এবার আপনার উইন্ডোজ সেভেন ড্রাইভ লেটার লিখে কোলন চেপে এন্টার দিন। আমার ক্ষেত্রে J হয়েছিল বলে এখন আমি লিখব J:
(J এবং : দিয়ে এন্টার)
6) type: cd boot
7) type: bootsect /nt60 SYS /mbr
Boot code was successfully updated টাইপ একটা ম্যাসেজ দেখাবে। তারমানে সফলভাবে উইন্ডোজ সেভেন ফিরে এসেছে।
এবার রিস্টার্ট দিয়ে উইন্ডোজ সেভেনে ঢুকুন।
এবার ম্যাককে ফিরিয়ে আনতে হবে। এজন্য-
১) Easy BCD Edit 2.0.2 ডাউনলোড করুন এখান থেকে।
২) Add New Entry তে ক্লিক করুন।
৩) উপর থেকে ম্যাক সিলেক্ট করুন।
৪) যুতসই নাম দিয়ে EFI (Default) সিলেক্ট করে Add Entry দিন।
৫) এডিট বুটমেনুতে যেয়ে তা সেভ করুন।
ব্যাস! হয়ে গেল! আপনি এখন সাকসেসফুলি ম্যাক ও এস এক্স ইন্সটল করে ফেলেছেন।
(সবাইকে ধন্যবাদ যারা এই অলসকে প্রায়ই গুঁতা দিয়ে পরের পর্ব লেখানোর জন্য চাপ দিয়েছেন)
67 replies on “পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (শেষ পর্ব)”
ভাইয়া,
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোষ্টটি লেখার জন্য। আমার কয়েকটা প্রশ্ন আছে আপনার কাছে?
১. আমি কি উইন্ডোজ এক্সপি এবং ম্যাক একসঙ্গে চালাতে পারি?
২. আর আমি দেখেছি যে, ম্যাক ইনষ্টল করার সময় হার্ডডিস্ক পুরোটাই পার্টিশন করতে হয়। কোন কি উপায় আছে যে হার্ডডিস্ক পুরোটাই পার্টিশন না করে শুধুমাত্র একটা ড্রাইভ পার্টশন করেই ইনষ্টল করা সম্ভব?
৩. আমি যদি শুধু ম্যাক ইনষ্টল করি আমার পিসিতে তাহলে কি আমার এই বুট ফিরিয়ে আনার পদ্ধতিটি ব্যবহার করতে হবে? নাকি শুধু ম্যাক ইনষ্টল করলেই হয়ে যাবে কাজ?
ভাইয়া, এই উত্তরগুলো পেলে অনেক উপকার হতো। আশাকরি আমি খুব শীঘ্রই সঠিক উত্তর পেয়ে যাবো। অপেক্ষায় রইলাম …
১) উইন্ডোজ এক্সপি, ম্যাক একসাথে চালাতে পারবেন তবে তার জন্য উইন্ডোজ সেভেনও দরকার হবে। কারণ উইন্ডোজ সেভেন না থাকলে BCD Edit চলে না। না চললে ম্যাকও নিয়ে আসতে পারবেন না।
২) ভাই এইসব আজগুবি কথা কার কাছ থেকে শুনেছেন? এইসব উড়া কথায় কান দিতে নাই! ম্যাক ইন্সটল করার সময় একটি ড্রাইভ নিয়ে কাজ করতে হয়। শুধু ম্যাকের ডিস্ক ইউটিলিটি দিয়ে যেটাতে ইন্সটল করবেন ওটা ইরেজ করতে হয়। আর কিচ্ছু না।
৩) শুধু ম্যাক ইন্সটল করলে তো বুট ফিরিয়ে আনার প্রশ্ন আসছে না। তবে শুধু ম্যাক ইন্সটল করলে ম্যাকের বুট লোডার অনেক সময় কাজ করে না। কাজ করলে তো ভাল। আর কাজ না করলে উইন সেভেন দিয়ে BCD Edit দ্বারা এন্ট্রি এড করা ছাড়া উপায় নাই।
@ সাইফ দি বস… পোস্টের জন্য ধন্যবাধ।
শুধু ম্যাক ইন্সটল করলে ম্যাকের বুট কাজ করে না কেন? আমি দুই দুইবার ইন্সটল দিয়েও পারলাম না। কি যেন উল্টা পাল্টা চাইনীজ লেখার মত আসে। ভাল কথা উবুন্টু পাশা-পাশি ইন্সটল দিলেও হয় না। গ্রাব ঠিকই থাকে…একদম নিচে নতুন চাইনীজ লাইন যুক্ত হয়।
খালি ম্যাক ইন্সটল দিয়ে বুট লোডার ঠিক করবো কিভাবে?
ম্যাকের বুট সিস্টেম ভাল না। সে নিজে স্বয়ংসম্পূর্ণ না। কারও ঘাড়ে বসে কাজ করে। উবুন্টুর জন্য
sudo update grub
মারছিলেন?আমি ডাউনলোড করেছি , ডিভিডি সঠিক নিয়ম এ burn করেছি। বুট নিচ্ছে। Apple এর লোগো আসার পর restart নিচ্ছে। কি করব বুঝতে পারছি না।
আমার ল্যাপটপ ACER Aspire 4740
core i5 , ইন্টেল graphics HD।
ভাইয়া,
নাহ্! এবারো হলো না। ব্যার্থ হয়ে আবার বসে রইলাম। আমি শুধু ম্যাক ইনষ্টল করে দেখেছি কিন্তু উইন্ডোজ রান করে না। কি সব যেন কোড এসে চুপ করে থাকে।
আবার আমি উইন্ডোজ সেভেন এর সাথেও ম্যাককে ইনষ্টল করে দেখেছি কিন্তু সেই একই অবস্থা।
সব কিছুই ঠিকঠাকমতো হয় কিন্তু ইনষ্টল কমপ্লিট হবার পরে কেন উইন্ডোজ চালু হয় না।
আমি এই একটা সমস্যার কথা আপনাকে এর আগেও বলেছিলাম কিন্তু আপনি বলেছিলেন যে আপনার এটা ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। কিন্তু হলো না তো। সমাধান চাই ভাইয়া? প্লিজ …
আপনার কথা বুঝছি না। আপনি বলতে চাচ্ছেন ম্যাক ইন্সটল হয়েছে কিন্তু উইন্ডোজ চালু হয় না? নাকি ম্যাক ইন্সটল হওয়ার পর ম্যাক চালু হয় না।
একটু পরিষ্কার করে বলুন।
দুঃখিত, সাইফ ভাইয়া। এখানে একটু ভুল হয়েছে। ম্যাক ইনষ্টল ঠিকঠাকমতোই হয়েছে কিন্তু ম্যাক আর চালু হচ্ছে না। এটাই সমস্যা। এখন কি করা যেতে পারে?
ম্যাক চালু কি একবারও হয়েছিল? নাকি প্রথমবার থেকেই সমস্যা? চালু হওয়ার সময় কি ম্যাসেজ দেখায়?
ভাইয়া,
ম্যাক এ পর্যন্ত একটি বারের জন্যও চালু হয় নি। ইনষ্টল হবার পরে যখন পিসি রিষ্টার্ট নেয় তারপরে পিসি চালু হয়ে অটোমেটিক্যালি আবার সিডি থেকে বুট শুরু করে দেয়। আর আমি যদি সিডি বের করে ফেলি তাহলে কিছুই হয় না। চুপ করে থাকে।
এর পরে আবার ম্যাক রান করার সময় অনেক কোড এসে বসে থাকে আর তারপর কিছুই হয় না।
এইতো সমস্যা। কিছুই বুঝতে পারছি না।
কোডগুলোর মধ্যে কী ইরর দেখাচ্ছে তা কী বুঝতে পারছেন?
আর হ্যা ম্যাক লোডিংএর আগে Tab চাপ দিয়ে -v টাইপ করে এন্টার চেপে দেখুন তো।
ভাইয়া,
কি কি যেন ইরোর দেখাচ্ছে তাতো বোঁঝা যাচ্ছে না। আমি এধরণের অনেক কিছুই চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হয় নি।
আচ্ছা ভাইয়া,
আপনি কি নিজে ইনষ্টল করে এটা দেখেছেন কিনা যে কাজ হয়?
জী ভাই…আমি নিজে ইন্সটল করেছি এবং ধুমছে চালাচ্ছি। 😀
it is a very special for all user, In other news, there are far more sophisticated than it sambad
kernel panic error দেখায়, সমাধান কি?
অপশন সিলেক্ট ঠিক হয় নি। আপনার পিসি’র কনফিগ বললে হয়ত হেল্প করতে পারব। 🙂
আমি ডাউনলোড করেছি , ডিভিডি সঠিক নিয়ম এ burn করেছি। বুট নিচ্ছে। Apple এর লোগো আসার পর restart নিচ্ছে। কি করব বুঝতে পারছি না।
আমার ল্যাপটপ Hp probook 4720s
core i5 , ati graphics HD।
pls help.or hews of my time will be waste
আপনি আপনার বায়োসে হার্ডডিস্ক সেটিং সাটা থেকে AHCI মোডে নিয়ে তারপর ট্রাই করুন।
vai , বায়োসে হার্ডডিস্ক সেটিং AHCI tae aca.
AHCI মোডেও যদি বুট না করে তাহলে তো কিছু করার থাকে না। আপনার Time মনে হয় Wasted ই হয়ে গেল। 🙁
amar o bios e hdd setting ACHI mode e ase
আপনার সমস্যা কি? কোন জায়গায় যেয়ে আটকাইছে?
ebios error……what to do??
amar o same problem hocche. Acer 4740 core i5. intel graphics HD.
Chameleon Boot Page-এ F8 দেন, এরপরের Window-তে “cpus=1 busratio=20” লিখে Enter দেন, Install হয়ে যাবে ইনশাল্লাহ । Core i5 এর Bus Ratio 20 । অন্য Possessor এর জন্য Intel এর Site Visit করুন ।
Chameleon Boot Page-এ F8 দেন, এরপরের Window-তে “cpus=1 busratio=20” লিখে Enter দেন, Install হয়ে যাবে ইনশাল্লাহ । Core i5 এর Bus Ratio 20 । অন্য Possessor এর জন্য Intel এর Site Visit করুন ।
আমি ডাউনলোড করেছি , ডিভিডি সঠিক নিয়ম এ burn করেছি। বুট নিচ্ছে। Apple এর লোগো আসার পর restart নিচ্ছে। কি করব বুঝতে পারছি না।
আমার ল্যাপটপ Hp probook 4720s
core i5 , ati graphics HD।
pls help.or hews of my time will be waste
আমার সেট আপ ও নিছে বুট মেনুও ফিরিয়ে আনলাম কিন্তু পরে যখন স্টার্ট করতে গেলাম এররর দেখায় ও restart নেয় । আমার কিন্তু সফলভাবে সেটাপ হয়ছে ।
কি এরর দেখায়?
EBIOS read error : error 0x44
block 0x44b7b0a9 sectro:0
আমার পিসি কনফিগারেশন dual core 3.0, mother board intel DG41WN, graphics card ATI redon 5450 1GB DDR3. বুট হবার সময় উপরের এররর তা দেখায় । এছাড়াও
Ebios read error : error 0x44
block 0x5a72c…(পরের টুকু মনে নেই)। কি প্রব্লেম বলতে পার?
খুব আসায় ছিলাম এবার মনে হয় ম্যাক চালাবো হল না । এর জন্য আমার ভাগ্নেকে দিয়ে নতুন পিসি কিনালাম । সব আসায় গুরে বালি।
মনে হয় মাদারবোর্ডটা সাপোর্ট করছে না।
তোমার ফোন নাম্বারটা দেয়া যাবে? যদি দেয়া যায় তবে আমকে একটু মেইল কর । আমার মেইল partha_pharm06@yahoo.com
স্যরি ভাইয়া। আমি ফোন ইউজ করি না। 🙁
স্যরি ভাইয়া। আমি ফোন ইউজ করি না। 🙁
মনে হয় মাদারবোর্ডটা সাপোর্ট করছে না।
মনে হয় মাদারবোর্ডটা সাপোর্ট করছে না।
ati radeon hd series er gpu i not supported by mac os x
আপনাকে অনেক ধন্যবাদ
আমার ম্যাক ইন্সটল হইছে, ডুয়েল বুট করা হইছে ম্যাক এবং উইন্ডোজ কিন্তু সিডি ছাড়া ম্যাক এ ডুকা জায় না উইন্ডোজ এ ডুকা জায় ।
দয়া করে সমাধান দিবেন ।
BCD Edit দিয়ে ম্যাকের এন্ট্রি করেছেন? যদি করে থাকেন এবং কাজ না হয় তাহলে BCDEDIT এর EFI বাদে নীচের অপশনটা দ্বারা ট্রাই করে দেখুন।
অনেক ধন্যবাদ।
MBR Mood এ কাজ হইছে।
এখন উইন্ডোজ 7এর ড্রাইভ (NTFS) access করা যাচ্ছে না।
দয়া করে জানাবেন।
সফলভাবে ম্যাক ইন্সটলের জন্য অভিনন্দন আপনাকে! আমার ব্লগ পড়ে একজনও যদি সফলভাবে ইন্সটল করতে পারে তাতেই আমার প্রাপ্তি।
যাইহোক Tuxera NTFS নামান http://www.tuxera.com/products/tuxera-ntfs-for-mac/
Serial লাগলে মেইল কইরেন। saiftheboss7@gmail.com এ।
it is a very special for all user, In other news, there are far more sophisticated than it sambad
Boss, আমার নোটবুকটা হলো ACER ASPIRE 4745, Core i5 480M, 3GB RAM.
আপনার শেখানো পদ্ধতিতে Install করা যায় নাই । Net ঘেটে আর একটু শিক্ষিত হয়ে cpus=1 busratio=20 দিয়ে Install করতে পারলাম কিন্তু এখন Grey Screen-এ Apple Logo মানে Legacy Logo-তে এসে Loading-এর চাকা ঘুরতে থাকে, একবারও Welcome Page আসে নাই । MBR দিলে “Chain Booting Error”দেয়, EFI দিলে Boot করে । -v , -x , -f , match_kernel বিভিন্নভাবে Try করলাম, No Luck.
Boss, আমার নোটবুকটা হলো ACER Aspire 4745, Core i5 480M, 3GB RAM.
আপনার শেখানো পদ্ধতিতে Install করা যায় নাই । Net ঘেটে আর একটু শিক্ষিত হয়ে “cpus=1 busratio=20” দিয়ে Install করতে পারলাম, কিন্তু এখন Grey Screen-এ Apple Logo মানে Legacy Logo-তে এসে Loading-এর চাকা ঘুরতে থাকে, একবারও Welcome Page আসে নাই । MBR দিলে “Chain Booting Error”দেয়, EFI দিলে Boot করে । -v , -x , -f , match_kernel বিভিন্নভাবে Try করলাম, No Luck.
তাহলে তো মনে হচ্ছে সব উপায়ই ফেইলড! আমি কোন সমাধান দিতে পারছি না বলে দুঃখিত। 🙁
Boss, আমার নোটবুকটা হলো ACER Aspire 4745, Core i5 480M, 3GB RAM.
আপনার শেখানো পদ্ধতিতে Install করা যায় নাই । Net ঘেটে আর একটু শিক্ষিত হয়ে “cpus=1 busratio=20” দিয়ে Install করতে পারলাম, কিন্তু এখন Grey Screen-এ Apple Logo মানে Legacy Logo-তে এসে Loading-এর চাকা ঘুরতে থাকে, একবারও Welcome Page আসে নাই । MBR দিলে “Chain Booting Error”দেয়, EFI দিলে Boot করে । -v , -x , -f , match_kernel বিভিন্নভাবে Try করলাম, No Luck.
আমি এখন ডাইরেক্ট ইন্টারনেট নিছি । মানে আমারটা ডায়াল করা লাগে না কেবলটা ঢুকালেই হয়, কিন্তু ম্যাকে কানেক্ট করতে পারছি না। কোন সমাধান দিতে পারবে?
ম্যাকের System Settings এ যেয়ে Network Connection এ যেয়ে গুতাগুতি করুন। 🙂
install korsi….but cant start ….bios er page eshe boshe thake den boot logo ase nai
BCD Edit দিয়ে ম্যাকের এন্ট্রি করেছেন? যদি করে থাকেন এবং কাজ না হয় তাহলে BCDEDIT এর EFI বাদে নীচের অপশনটা দ্বারা ট্রাই করে দেখুন।
vai allah r rohmote installation er pore bott hoise but sound ,graphics kissu kaj kore na
Kext লাগবে। http://www.kexts.com এ যেয়ে আপনার গ্রাফিক্স কার্ডের জন্য Kext নামিয়ে /library/extensions এ পেস্ট করুন।
alhamdulillah mac os x finally installed ,i am going to make a vedio tutorial and upload it to youtube after my final xam.
Waiting 4 that. It’ll help others too 🙂 I hope you’ll post the video link here too so that I can stick that on my original post 🙂
just 3 or more days
Waiting 🙂
hello friends im going to show you how to install the mac os x 10.6.6i by hazard in tel based pcfirst of all you have to be sure does our processor supports mac os x. to find it out insatall “speccy” from filehippo.comafter downloading it just install it then the start SPECCY . you ll see a summary system information has appeared,then try to remember the graphics card company’s name,lan card company’s name,audio softwares nameclick cpu option , check instruction type of your processor, mac os x needs only SSE2, SSE3 instructions.now download the operating system file using saif’s given link-i have downloaded it but alas!:( some how i deleted it after burning the iso ,just follow the instructions saif has given in his blog.”hhtp://www.saiftheboss.com/1235.html”.পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (২য় পর্ব). before installing 4 things needed.1.windows recovery disk2.ubuntu or gparted boot drive or easus partition manager to have create 20gb to 40 gb fat 32 /ext3 formated drive,cause ntfs formate is not supported by macintosh.3.blank dvd 4.easy bcd edit (search google) .the main thing you need is patience.after creating the drive i just inserted the dvd and restart the pc . follow instructions from পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (শেষ পর্ব).bios settings :You will need to set your BIOS to ACHI mode and your Boot Priority to boot from CD-ROM first. This is the most important step, and one many people overlook. Make sure your bios settings match these. It’s not difficult- the only thing I did on my Gigabyte board besides setting Boot Priority to CD/DVD first was set Optimized Defaults, change SATA to AHCI mode, and set HPET to 64-bit mode. images are been attached.start installing and enjoy. installing vedio is coming soon , i dont have any usb webcam so i need to record it by laptops webcam ,its a bit difficult. i tried today but found that i have deleted the whole leopard file i downloaded . pray for me.
very much grateful to saif
অ্যাপল এর লোগো লোডিং হচ্ছে ই তো হচ্ছে…শেষ হয় না 🙁
{আমি ১০.৬ স্নো লিউপার্ড (ম্যাক ভার্সন)}
চ্যামেলন বুটলোডারে ড্রাইভ সিলেক্ট করার অপশন আসলে ওখানে Tab টিপে -v চেপে কি ইরর আসে সেটার ফটো তুলে/লিখে আমাকে জানান।
ডিভিডি সঠিক নিয়ম এ burn করেছি। বুট নিচ্ছে। Apple এর লোগো আসার পর আর কিছু হচ্ছে না। ঘণ্টা খানেক ওয়েট করার পরেও কিছু হয় না। লোগোতে একটা wrong সাইন দেখায়।
ebios error……what to do??
kernel panaic on hp540 notebook plz help
HP 540 (Core 2 Duo T5670 Processor 1.8GHz, 1GB RAM)
ভালো লিখসেন ,, বাসা ভাড়া খুজতে চলে আসুন এখানে Tolet-BD.com
ভাল লেখা । সবাই উপকৃত হবে।
বেশ ভাল লেগেছে। অনেক ধন্যবাদ। @ http://www.pcjobs24.com