[এই পর্বের প্রথম লেখাটি পড়ছেন। এই সিরিজের অন্যান্য লেখাগুলি
- পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (১ম পর্ব)
- পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (২য় পর্ব)
- পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (শেষ পর্ব) ]
ম্যাক! একটি নামের সাথে কতজনের ভিতরে কতরকম ভাবনা উঁকি দেয়! কি এই জিনিস! খায় না মাথায় দেয়! একটু যদি চালায়ে দেখতে পারতাম!
ভাবনাগুলো আমার মাথায়ও উঁকি দিত অনেকদিন ধরেই! কিন্তু ব্যাপারটা সম্পর্কে জেনে কোন লাভ হয় নি! Hackintosh ইন্সটল করার ঝামেলা…ড্রাইভ হাওয়া হয়ে যাওয়া …পরিপূর্ণভাবে ইন্সটল হওয়ার পর ম্যাক চলে না … হাজারও ঝামেলা … ! কিন্তু হাল ছাড়ার পাত্র আমি না! শেষ দেখেই ছাড়ব এমন পণ আগেই করেছিলাম!
অবশেষে কয়েকবার বিফল হওয়ার পর আমি সফল হয়েছি। তারপরপরই বিভিন্ন জন ফোন করে, মেইল করে, ফেসবুকে ম্যাসেজ পাঠিয়ে আমাকে বহুত গুতোগুতি করেছে টিউটোরিয়াল লেখার জণ্য। কিন্তু অলসতার জন্য লেখা হয় নি! (ক্ষমা চাইছি লেট হওয়ার জন্য !)
একবার না পারিলে দেখ শতবার!
হ্যাকিনটোশের ধারণাটা পেয়েছিলাম আগেই … কিন্তু সাহস হয়ে উঠছিল না … অবশেষে একবার সিদ্ধান্ত নিয়েই ফেলি এবার ইন্সটল করেই ছাড়ব!
- এই লক্ষ্যে সর্বপ্রথম ডাউনলোড করি iAtkos 1.0 ! কিন্তু প্রথমবার ইন্সটল করার পরই বিপাকে পড়তে হয়! iAtkos 1 ইন্সটলের পর Kernel Panic এর জন্য চালু হয় না!
- এরপর অনেকদিন চলে যায়! ম্যাকের কথাও ভুলতে থাকি! হঠাৎ তারেক ভাই সফল হল দেখে আবারও ইন্সটল করার সিদ্ধান্ত নি! কিন্তু iAtkos 7.0 ডাউনলোড করার পরও বরাবরের মত বিফল হলে আবার হতাশ!!!
- এবার আমি একজনের ফেসবুক প্রোফাইলে ম্যাকের ছবি দেখে আকৃষ্ট হই! তাকে জিজ্ঞেস করে জানতে চাই তিনি কিভাবে এটি ইন্সটল করেছেন! উনি বললেন যে Kalyway 10.5.2 নামিয়ে ইন্সটল করতেই কাজ হয়ে গেছে! শুনে আমিও Kalyway 10.5.2 ডাউনলোড করি এবং বরাবরের মত বার্ন করে ইন্সটল করে ফেলি! মজার ব্যাপার হল এবার আমি সফল হই!
- এরপরের বার IDB তে দেখলাম Intel PC’র জন্য ইস্পিশাল ম্যাক আসছে! দাম জিজ্ঞেসে বলেছিল ৫০০ টাকা! (সাথে ইন্সটল করার জন্য ভিডিও টিউটোরিয়াল!) আমি অবশ্য ভিডিও টিউটোরিয়ালের ডিভিডি বাদে শুধু অরজিনাল ডিস্কটি মাত্র ১২০ টাকায় কিনে নিয়েছিলাম! পরে ইন্সটল করেছি কিন্তু এটাতে অনেক বাগ ছিল। তাই ভাল লাগে নি বলে আবার Kalyway 10.5.2 তে ফেরৎ যাই!
- এরপরে আমি খুঁজতে থাকি ম্যাক ১০.৬ ইন্সটল কিভাবে করা যায়! এরমাঝে ম্যাক 10.6.6 এসে যাওয়ায় আমি এই ভার্সনের হ্যাকিনটোশের অপেক্ষা করতে থাকি! অবশেষে ম্যাক ১০.৬.৬ এর হ্যাকিনটোশ কিছুদিন আগে রিলিজ হওয়ার পর তা নামিয়ে এখন ধুমছে ম্যাক ১০.৬.৬ স্নো লেপার্ড (World’s Most Advanced Operating System ) চালাচ্ছি!
ইন্সটলের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র:
১) সবার প্রথমেই আপনার দরকার হবে ১টি হ্যাকিটোশের ISO. নেটে বিভিন্ন গ্রুপের হ্যাককৃত হ্যাকিনটোশ আছে। এরমধ্যে iDeneb, iAtkos, Kalyway, Universal Installer ইত্যাদি বহুত আছে। তবে এগুলোর কোনটাই ১০.৬.৬ নয় ! মানে ম্যাকের সবচেয়ে লেটেস্ট ভার্সন নয়! তাই আপনাদের জন্য আমি সবচেয়ে ভাল মনে করব Mac OS X Snow Leopard 10.6.6 Hazard ISO টি। এটি আপনি ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে। মাত্র 3.49 জিবি!
২) এরপর আপনার দরকার হবে একটি উবুন্টু/মিন্টের লাইভ সিডি। ইন্সটলের পর এটার দরকার হতে পারে।
৩) একটি সম্পূণ খালি প্রাইমারী পার্টিশন যার সাইজ কমপক্ষে ১০ জিবি বা তার বেশী হয়। (১৫ জিবি রিকমেন্ডেড)
৪) একটি উইন্ডোজ সেভেন ইন্সটলের সিডি। (যেহেতু আমি এটা যে কম্পিউটারে উইন্ডোজ সেভেনের লেটেস্ট বুট মেনুতে চলছে তা অনুসারে লিখছি সেহেতু এক্সপির পুরোনো বুট মেনু হলে কোন সমস্যা হলে হয়ত আমি সমাধান দিতে পারব না )
আজ এ পর্যন্তই! (ততদিনে ISO টা ডাউনলোড করে ফেলুন। কিন্তু এখনই বার্ণ করবেন না। বার্ণ করার আগে কিছুটা কাজ করতে হবে!)
পরের পর্বের অপেক্ষায় থাকুন…
46 replies on “পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (১ম পর্ব)”
ধুমছে ম্যাক ১০.৬.৬ স্নো লেপার্ড (World Most Advanced Operating System)!
ahemg! তাই নাকি ? আমিতো জানতাম World Most Beautiful Operating System. Advanced ? No! 😛
আমার দোষ না! এপলের দাবী!
জবস তোমার এই পোস্ট দেখলে সাথে সাথে তার Heart failure করবে ।:mrgreen:
তাহলে তো উইন্ডোজ ৭ ফেলে দিতে হয়।
লিংক কই???
ডাউনলোড লিংক দিবেন প্লিজ
ডাউনলোড করছি, এখন?
অপেক্ষার দিন গুনেন!
ডাউনলোড চলছে । পরবর্তী পোষ্ট এর ডেড লাইন টা জানান ভাই। অপেক্ষা করতে করতে অবস্থা
ei chele tumi class eight e poira eto pongta hoila kemne heh?
kharay amar banaina operating system loya heckaitaso moja dekhaitasi:-P
চমৎকার ভাবে এগুচ্ছো। চালিয়ে যাও। পুরোটা চাই। তারপর টেস্ট করবো। 🙂
বাংলা লায়ন এর মোডেম চলবে? 🙄
চলার ত কথা। কারণ মডেম এ লেখা আছে ম্যাক কম্পেটিবল।
ডালো করতে দিলাম। যদি আমার সাউন্ড কার্ড, গ্রাফিক্স না পায় তোমার কপালে মাইর আছে। এত বড় ফাইল দেশে বইসা ডালো করার অপরাধে তোমার নামে মামলা করুম 👿
হাহাহা! আচ্ছা কইরেন। ইনশাল্লাহ সাউন্ড এবং ভিডিও দুইটাই পাবে। 🙂
আচ্ছা graphics card এক্সটারনাল 128 MB লাগবে।
vai ar koto wait korbo abar baki ta din.
টরেন্ট ফাইলটাতো ডালো হয় না। No input file specified. দেখায়।
সম্ভবত কোন কারণে ফাইলটা রিমোভ করে দিয়েছে। আমি টরেন্ট ফাইলটা সার্ভারে আপলোড করে দিয়েছি। মূল লিংকটা আপডেট করে দিয়েছি। ওখান থেকে টরেন্ট ফাইলটা নামিয়ে ডাউনলোড শুরু করেন। 🙂
BABOR VAI AMI CTG TA THAKI . AMAR GP INTERNET
SLOW TAI DOWNLOAD KORTA PARI NAI. APNI
KI AMAKA HELP KORTA PARAN.
THANK U
size to show kore 3.31 GB
ওটাই।
ঢাকায় কেউ ISO টা শেয়ার করতে পারবেন????ঝিপি এই স্পিডে+ডাঊনলোড লিমিটের কারনে টরেন্টে 3.4GB ডাউনলোড করা প্রায় দূঃসাধ্য 👿
আমি এলিফ্যান্ট রোডে থাকি 😐 😐
ডাউনলোড চলছে। ৩-৪ দিন পরে ফার্মগেট এলে নিয়ে যেতে পারবেন।
অনেক ধন্যবাদ বাবর ভাই। আপনার মোবাইল নম্বরটা একটু aoyon7[at]gmail.com এই এড্রেসে মেইল করে দিয়েন……………… আমি ১ সপ্তাহ পর আপনাকে মোবাইলে যোগাযোগ করে আপনার সুবিধামত সময়ে ফার্মগেটে এসে iso টা নিয়ে যাব
VAI AMAR LAPTOP INTEL CELERON DC 1.9 GHZ, 2 GB RAM VGA 256 MB, AND 250 HDD(C DRIVE 29GB) CAN I INSTALL THIS OS. THANK U.
Nope! It won’t support Celeron!
সাইফ ভাই। এই আইওসটা কি অন্য কোনভাবে পাওয়া যাবে না? মানে ডিবিডিতে? আমাদের নেটের যা স্পিড তা দিয়ে ডাউনলোড করলে এক জীবন পার হয়ে যাবে।
বাবর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।
আমি তো সিলেটে থাকি:( বাবর ভাই থাকেন ঢাকায়:( সিডিটা কি পার্সেলের মাধ্যমে কেউ পঠাতে পারবে।সিডির মুল্য আর কুরিয়ার সার্ভিস চার্জ আমি যে পাঠাবে আগে তার মোবাইলে ফ্লেক্সিলোডের মাধ্যমে পাঠিয়ে দিতাম। আর কোন আইডিয়া মাথায় আসতেছে না।:roll: কিভাবে যে ISO টা পাব??:?::?:
আচ্ছা, টোররেন্টে কি ফাইল রিজিউম করা যায়??
আমিও সিলেট থাকি। আমি ডাওনলোড করেছি। দরকার হলে যোগাযোগ করতে পারেন। rahman.rahed@yahoo.com
রাহেদ ভাই। আমি সিলেট মদিনা মার্কেট থাকি। আপনার কাছ থেকে ডিভিডিটা কিভাবে পেতে পারি। ০১৭১৯-১৯৩২৮৯ আমার মোবাইল নাম্বার। আপনি দয়াকরে একটা মিসকল দিবেন। আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই।
vai soft ware ta download kora ki shata shata write korta hoba
na ki pora write kora jaba. plz janaban.
অনেক আগেই…এই পোস্টের খরব পেয়েছি…কিন্তু নিজের পিসি থেকে সাইটে প্রবেশ করতে পারছি না। 🙁 এখন অন্য পিসি থেকে ব্রাউজ করছি। যাই হোক দ্বিতীয় পোস্ট এর অপেক্ষায় রইলাম। সাইটের নিয়মিত ভিজিটর হিসেবে দ্রুত দ্বিতীয় পোস্ট দেয়ার অনুরোধ রইলো।
আয় হায় কেন প্রবেশ করতে পারছেন না? কি বলে?
ইনশাল্লাহ অতি দ্রুত পরের পর্ব নিয়ে হাজির হয়ে যাব। 🙂
কিছুই বলে না…পেজ লোডিং হতেই থাকে। ঘন্টা খানেক অপেক্ষা করেও লাভ হয় না। ২য় পর্ব পড়ার জন্য আজ প্রক্সি ব্যবহার করে ঢুকলাম। কারো আইপি কি ব্লক করেছ নাকি? হয়তো সেটা সাথে আমার আইপি সাদৃশ্য আছে। একটু পরে ইমেইলে আমার আইপিটা পাঠাচ্ছি…দয়া করে মিলিয়ে দেখ।
[বি:দ্র: এখন যে আইপি ব্যবহার করেছি…সেটা আমার রিয়েল আইপি না, প্রক্সি।]
আমার নামানো প্রায় শেষ । তুমি পরের পর্ব কবে লিখবে? তাড়াতাড়ি লিখ।
Bai download complete……pls taratari next step ta bolen……
সাইফ ভাই ডাউনলোড তো করলাম। এক্সট্র্যাক্ট করার পর সাইজ দাড়াল 4.4 গিগা। ঠিক আছেকি? আমি বুঝতেছিনা, কারণ টার্মিনাল থেকে এক্সট্র্যাক্ট করতে গেলাম, একখান ইরর দেখিয়ে দিল।
আপনারটার সাইজ কত?
4,698,669,056 Bytes!
MD5:ad3574d2eab867801b3e2baf5a533810
সামটা মিলে নাইক্কা। টরেন্ট তো ওকেই দেখাইলো। আমি অবশ্য শুধু আইএসও টা ক্যালকুলেট করছি। সাতের জিপ ফাইলটা বাদে।
Boss bai R kotodin wait korte hobe…………..???
ডাউনলোডতো শেষ। পরের পর্ব কবে আসবে?
Brother Babor. Apni ki apnar mobile number ta dite paren. othoba apnar email ta dileo hobe. reply back soon.
ami suman mirpur1 e thaki . ম্যাক ১০.৬.৬ স্নো লেপার্ড er iso disk ta ki ami karo kach theke pete pari. pls help me. Or contact with me +8801670233470
সুন্দর পোস্ট
NICE
দারুন মজা পেয়েছি ।ভাল লেগেছে। অনেক ধন্যবাদ।। @ http://www.pcjobs24.com