এক কথায় চমৎকার লেগেছে!
কোন কিছুই খারাপ লাগে নি!
তবে সবচেয়ে বেশী ভাল লেগেছে ১৪ অধিনায়কের রিক্সা করে মাঠে প্রবেশ। আইডিয়াটা চরমসসসসসস!!!!
এরিয়াল ক্রিকেটটা চমৎকার ছিল! দৃষ্টিনন্দন!!
আর শেষের আলোকসজ্জা তো আরো বেশী জটিল ছিল!
সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, মমতাজ! সবাইই দারুণ করেছে! রুনা লায়লার “মাস্তা কালান্দার” গানটা দারুন লেগেছে!
আর শেষে ব্রায়ান এডামস এসে তো ফাটায়া দিল!
এক কথায় বাংলাদেশ শতভাগ সফল!
তাছাড়া Beautiful Bangladesh পর্বটাও দুর্দান্ত করে ফেলেছে! আর লাস্টের Admission Going On কথাটা দারুণ লেগেছে আমার কাছে!
Proud To Be A Bangladeshi…
(আর সবচেয়ে সফল হইছে কারণ একবারও কারেন্ট যায় নাই অনুষ্ঠানের মাঝে আমাদেরও কারেন্ট যায় নাই
)
7 replies on “ওয়ার্ল্ড কাপ উদ্বোধনী! কার কেমন লাগল?”
দেখেছি আর মুগ্ধ হয়েছি
অবাক বিস্ময়ে বিশ্ববাসী দেখুক
Bangladesh is the best !
আসলেই চমৎকার হয়েছে। 🙂
আসলেই অসাধারন ছিল। খুবই ভাল লেগেছে। কিন্তু কয়েক টা ব্যপার……।
” ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়” শুনলেই গায়ে কাটা দিয়ে যায়। কিংবা রাষ্ট্র ভাষা বাংলা চাই … এটা সারা বিশ্ব দেখছে ভাবতেই বুক ভরে যায়। কিন্তু কত টুকু সফল হলাম সারা বিশ্ব কে এটা বুযাতে যে আমরা আমাদের বাংলা ভাষার জন্যই, আমাদের মারতি ভাষার জন্যই জীবন দিয়েছি। এটা অসম্বব যে আমরা এই শ্লোগান কিংবা গান ইংরেজি তে গাইব। এটা হতে পারে না…। কিন্তু কোন না কোন পথ অবশ্যই ছিল যে আমরা তাদের কে, সারা বিশ্বের মানুষ, যারা এ অনুস্টান লাইভ দেখেছে তাদের কে আরো ভাল ভাবে বোযাতে পারতাম। যারা জানত যে বাংলাদেশ ভাষার জন্য লরাই করেছে, প্রান দিয়েছে তারা হয়ত বুজতে পেরেছে যে আমরা আমাদের ভাষার প্রতি অনুভুতি কত গভীর টা বুযতে পেরেছে। কিন্তুএমন অনেক দর্শক ছিল যারা এটা জানে না কিন্তু প্রোগ্রাম লাইভ দেখেছে। আমরা কো তাদের কাছে আমাদের বার্তা টা পৌঁছে দিতে পেরেছি?
আমি দুঃখিত যদি কেউ কিছু মনে করেন আমার মন্তব্যে। যারা এই অনুস্টান টা পরিকল্পনা করেছে তারা নিশ্চয় ভেবে চিন্তেই করেছে। হয়ত আমি ই বুযতে পারছি না…।
বানান ভুলের জন্য সরি। বাংলা টাইপ আমার ক্লিয়ার না।
প্রোগ্রামটা আসলেই ভালো লেগেছে:mrgreen::mrgreen::mrgreen::mrgreen:
অন্য প্রসঙ্গ:: জব্বার সাহেবের সাথে ওই লেআউট নিয়ে আর কিছু হলো??
ঐ প্রসঙ্গে আমরা অফ যাই!
কেন হে ভাই??
জব্বার সাহেব অবশ্য ইদানীং অফ আছেন