এবারের বিশ্বকাপের থিম সং নাকি মার ঘুরিয়ে নাকি কি জানি! গানটা এতই ফালতু যে একবার শুনেই কম্পু থেকে ডিলিট করে দিয়েছি। তাই নামটাও মনে করতে পারছি না! কিছুদিন আগে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ সং শত আশা সম্পর্কে লিখেছিলাম। শত আশা নিঃসন্দেহে বেশ ভাল গান…
তবে আজকে রংমহলের মাটি ভাই এই টপিকে যে গানের খোঁজ দিলেন তা শুনে সত্যিই ছোট খাট একটা ধাক্কা খেলাম! মেজাজটা অষ্টম আসমান ছাড়িয়ে নবম আসমান স্পর্শ করেছে!!! এইরকম গান থাকতেও থিম সং নাকি মার ঘুরিয়ে টাইপের গান!
অসাধারণ এই গানটি শুনুন ইউ টিউব থেকে।
নামানোর সাথে সাথেই ১০/১২বার শুনে ফেলেছি। অসাধারণ একটা গান….
না শুনলে মিস আগেই বলে রাখলাম!!!
7 replies on “বিশ্বকাপ থিমসং হওয়া উচিৎ ছিল যে গানটির!”
আসলেই সুন্দর।
এই গানটা জীবনেও ওয়ার্ল্ড কাপের থিম সং হবে না কারন এখানে পাকিস্তানী সংগীতও আছে যা ভারত জীবনেও মেনে নিবে না।
যাই হোক অবশ্যই এই গানটা অফিসিয়াল থিম সং হওয়া উচিত।
আর…জিতবে এবার জিতবে ক্রিকেট…………মার ঘুরিয়ে……….
ঐটা কোন সমস্যা না। এখানে ৪ দেশের গায়কই আছে। তাছাড়া সবাইকেই সমান প্রায়োরিটি দেওয়া হইছে।
সমস্যা হইল ভারতের পাব্লিকদের পাকিস্তান বিরোধী স্বভাব আছে!
শুনেন এবং মাইনষ্যের লগে শেয়ার মারেন।
এইটা কুন জাতের ফাইজলামি??? এই গান থাকতেও ‘দে ধুমাকে’ গানটারে থিম সং বানাইছে???
শ্রীলংকার নাতাশার performance জটিল লাগছে, ইন্ডিয়ার Vargeshe-ও দারুণ গাইছে, পাকিস্তানের কামরানের ভয়েসে একবার টিউন মিস করছে, আর আমাগো তউসিফ তো পুরা রকস……….. 😉
@সাইফ: আমি অলরেডি আড়াই ঘন্টা ধইরা গানটা শুনতেই আছি, Repeat One দিয়া………….তুমারে থেংকু…… :p
WC!