Categories
আমার যত কথা বিবিধ

৭:৫৭ মিনিটে মাত্র ভূমিকম্প হল!!!

কে কে টেরে পেয়েছেন জানি না …
তবে মাত্র ৭:৫৭ মিনিটে ঢাকাতে ভূমিকম্প অনুভূত হল…

আমাদের ফ্যামিলি’র সবাই টের পেয়েছে।

আমি কম্পিউটার টেবিলে বসে ছিলাম। এমনভাবে নড়াচড়া করছিল যে মাত্র বাসা থেকে বের হওয়ার জন্য সিড়িতে গেছি…একটুক্ষণ পরেই থেমে গেছে…

ইয়া আল্লাহ্, আমাদের তুমি আমাদের ক্ষমা কর। আমাদের তুমি দয়া কর। সকল প্রকার গজব হতে আমাদের তুমি রক্ষা কর। তুমিইতো আমাদের একমাত্র মালিক। তুমি ছাড়া আর কে আমাদের রক্ষা করবে। হে আল্লাহ, আমাদের তুমি তোমার পথে তোমার নবীর পথে চলবার তৌফিক দান কর। সারা পৃথিবীর সকল মানুষকে তুমি হেফাজত কর। আমীন।

লা ইলাহা ইল্লা আনতা সোব্হানাকা ইন্নী কুন্তু মিনাজ জোয়ালেমীন।

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

6 replies on “৭:৫৭ মিনিটে মাত্র ভূমিকম্প হল!!!”

টের পেলাম। বিছানায় বসে ছিলাম। বসেই থাকলাম। ভুমিকম্প আগে কয়েকবার অনুভব করে এখন পানসে হয়ে গেছে । 😛 কিছু মনে হয় না।

এমন ঝামেলার মধ্যে ছিলাম কিয়ার বলব ঠিক সেই সময় সাইফ ভাইকে কল করছিলাম কিন্তু ভূমিকম্প হবার সাথে সাথে ইলেক্ট্রিসিটি চলে গেল আর একটু ভয় পেয়েছিলাম যা হোক এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পায়নি
আল্লাহ আমাদের রক্ষা করবেন
আমীন।

মন্তব্য করুন