Categories
অতিথি পোস্ট

শিব নারায়ন দাস – বাংলাদেশের পতাকার প্রথম ডিজাইনার

বেশি কিছু লিখলাম না, মাশরুফ ভাইয়ের স্ট্যাটাসটা সরাসরি কপি-পেস্ট করলাম

আজ অদ্ভুত একটা ঘটনা ঘটেছে| জাপানে থাকতে আমার মুক্তিযুদ্ধ নিয়ে লেখা স্ট্যাটাসগুলো পড়ে একজন আমাকে নক করেছিলেন| অনেক মেসেজের ভীড়ে Arnab Aditya এর মেসেজ বেশ দেরিতে খুলেছিলাম, এবং খোলার পর যা দেখলাম তাতে আমার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল:

ভাই, আমি অর্ণব আদিত্য, আমার বাবার মুক্তিযুদ্ধে কিছুটা অবদান আছে, তাঁর নাম শিবনারায়ণ দাস|

আজকের ইয়ো প্রজন্ম শিবনারায়ণ দাসকে চেনেনা, নামও হয়ত শোনেনি| বাংলাদেশের পতাকাকেই পারলে অস্বীকার করে কেউ কেউ, সেই পতাকার ডিজাইনারকে মনে রাখবে এটা আশা করাটাই তো দু:সাহসিক!

দেশে এসে প্রথম সুযোগেই তাই ফোন করলাম অর্ণব ভাইকে, তিনি ফোনে ধরিয়ে দিলেন কিংবদন্তীর এই মানুষটিকে|

আবেগে আপ্লুত আমি কথাই বলতে পারছিলাম না, তবে একটা কথা শুনলাম যেটা অন্তরে গেঁথে গেল:

“বাবা, আমার নাম মনে রাখুক বা না রাখুক তাতে কি যায় আসে! পতাকাটা থাকুক না, সগর্বে উড়ুক বাংলাদেশের মাটিতে- আমার এর চাইতে বেশি চাওয়া আর কি থাকতে পারে? ”

মহীরূহের পক্ষেই শুধু এমন বিনয় সম্ভব!

শুভ সংবাদ হচ্ছে, উনি আমাদেরকে তাঁর বাসায় আমন্ত্রণ জানিয়েছেন| আমি থাকছি না, তবে ইতিহাসের সাক্ষী হতে দ্রুতই যাবে ডন মাইকেল কর্লিওনি এবং আরো কজন এযুগের কলমযোদ্ধা|

ইতিহাসের আলোয় চির উদ্ভাসিত হোক আমাদের পতাকাটি, মসীচিত্রে হাজার বছর বেঁচে থাকুক শিবনারায়ণ দাসেরা|

Update from mobile:
See this video also

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

26 replies on “শিব নারায়ন দাস – বাংলাদেশের পতাকার প্রথম ডিজাইনার”

ধন্যবাদ, অনেক কিছু জানার ছিল। আমরা অনেকে অনেক কিছুই জানি না। আপনা এই পোস্টটি দ্বারা অনেকে কিছু তথ্য জানতে পারবে।আমি আপনাকে কোন প্রকার অফার করছি না। ছোট একটি তথ্য আপনার উপকারে আসতে পারে rental home bd.

আপনাদের স্বাস্থ্য ও সৌন্দর্যর কিছু পন্নের প্রয়োজন মিটাতে আমাদের সামান্য চেষ্টা মাত্র।আমাদের প্রত্যাশা আপনার দৈনন্দিন কেনাকাটা করার এটি একটি অদ্বিতীয় ই-কমার্স Tiens And Forever All Product 30-50% off see: http://bhealth24.com/

প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাছি এই বিষয়ের এত ভালভাবে আলোচনা করার জন্য। আমার এটা খুব ভাল লাকছে। আশাকরি এ থেকে সবাই উপকৃত হবে।
আমি যারা Cox’s Bazar ঘুরতে যেতে আগ্রহী তারা সী প্রিন্সেস হোটেলে থাকতে পারেন। এই হোটেল সী বিচের সবচেয়ে নিকটে।
The Sea Princess Closest & Nearest Hotel Cox’s Bazar Sea Beach
https://theseaprincesshotel.blogspot.com/

Leave a Reply to Dwip Cancel reply