Categories
আমার ঠিকানা সাইট সম্পর্কিত

নতুন থিম – নতুন পথচলা – ২০১৫ | অনাকাঙ্ক্ষিত ইমেইলের জন্য দু:খিত

নতুন ভাবে ব্লগটা সাজালাম আজকে। ওয়েবসাইটে লগইন করলেই নতুন রিফ্রেশিং লুকটি দেখতে পাবেন। এ জন্য কৃতজ্ঞ রাসেল আহমেদ  ভাইয়ের কাছে। তার করা প্রিমিয়াম থিম, সাইটটিতে ডোনেট করেছেন। অসাধারণ এই থিমটি পুরোপুরি তার করা।

Sorry for Empty Mail

থিম আপডেট করার সময় লাইভ সাইটে কিছু ডামি ডাটা ইমপোর্ট করেছিলাম। এর ফলে ইমেইলে সাবস্ক্রাইব করা সবার কাছে ইংলিশে “Lorem Ipsum” লেখা কিছু ডামি ডাটাপূর্ণ ইমেইল গেছে। এর জন্য সবার কাছে দু:খ প্রকাশ করছি। সামনে থেকে এধরনের ভুল আর হবে না আশা করছি।

HSC পরীক্ষার জন্য দোআ প্রার্থী

বর্তমানে এইচ এস সি পরীক্ষা চলছে আমার। সবাই দোআ করবেন যেন ভাল করে পরীক্ষা দিয়ে ভাল ফলাফল করতে পারি।

নিয়মিত ব্লগিং করার প্রত্যাশা

এখন থেকে চেষ্টা করব নিয়মিত ব্লগিং করার জন্য।

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

6 replies on “নতুন থিম – নতুন পথচলা – ২০১৫ | অনাকাঙ্ক্ষিত ইমেইলের জন্য দু:খিত”

!!!!!!ফ্রী পেওনিয়ার মাসটার কার্ড Only Sign up !!!!!!!!
কেন আপনার পেওনিয়ার মাসটার কার্ড প্রয়োজন?
পেওনিয়ারে একাউন্ট খুললে আপনি পাবেন একটি ফ্রী মাস্টার কার্ড,বিভিন্ন মার্কেট প্লেস . আপনি যদি অনলাইন ব্যবসা শুরু করতে চান, ফ্রীলান্স রাইটার হতে

চান, ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইনার হতে চান তবে আপনার পেওনিয়ার মাসটার কার্ড প্রয়োজন হবে “We are Offering “ ফ্রী পেওনিয়ার

মাসটার কার্ড Just পেওনিয়ারে একাউন্ট খুললে আপনি পাবেন !!!!!!
More Info : http://www.eseller.academy/bd/payoneer/

আসলেই আপনার সাইটটি অনেক সুন্দর একটি সাইট। এই সাইটের পোষ্টগুলি আমার খুব ভালো লাগে।
ইনফর্মেশন ও টেকনোলজি বিষয়ে বাংলা ভাষায় তথ্য পেতে ঘুরে আসুন>> ইনফর্মেশন ও টেকনোলজি

মন্তব্য করুন