Categories
আমার যত কথা

ওয়ার্ল্ড কাপ স্পেশালঃ ♫শত আশা♫

ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আসতে আর বেশী দেরী নেই! অনেকেই অনেকভাবে থিম সং শুনেছেন। কিন্তু বাংলাদেশের অরজিনাল ওয়ার্ল্ড কাপ থিম সং গেয়েছেন মেহেরীন। অবশ্য চরম ভুয়া লেগেছে।

তারচেয়ে বাংলাদেশ টিমের জন্য শূণ্য ব্যান্ডের গাওয়া “শত আশা” গানটি বেশ লেগেছে। গানটি হয়ত খুব বেশী ভাল না ..তবে গানের ভিডিও টি হয়েছে অসাধারণ! একেবারে গা গরম করা ভিডিও!!!

শুনুন এবং দেখুন!
http://www.youtube.com/watch?v=GbqThv35epY

কেমন লাগল বলবেন। আমার কিন্তু অসাধারণ লেগেছে!

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

5 replies on “ওয়ার্ল্ড কাপ স্পেশালঃ ♫শত আশা♫”

গানটাও খুব সুন্দর আর ভিডিওটাও খুবই ভাল হয়েছে।
আর থিম সং সবগুলাই ফালতু লেগেছে। মান সম্মান আর থাকল না।

মেহরিনেরটা পুরাই ফাউল। একদম ফাউল। চরম ফাউল। ফাউলের ফাউল। পুর্রাই ফাউল। এক্কেবারেই ফাউল। ফাউলের একদম চরম পর্যায়ে! 😡

“শত আশা” একদম রক্স! 🙂
তাছাড়া Cryptic Fate এর চলো বাংলাদেশটাও খারাপ না! আমার কাছে জোস লেগেছে! 🙂

Leave a Reply to সাইফ দি বস ৭ Cancel reply