এই ওয়েবসাইটটি যখন তৈরী করেছিলাম তখন আমার জ্ঞান ছিল একদম শূণ্য! ! কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে মোটামুটি কাজ চালানোর মত কাজ শিখেছি।
কালের পালাবদলে বেটা, তারপর RTM রিলিজ দিয়েছি। এবং সবার কাছে ফিডব্যাকও চেয়েছি।
ওয়েবসাইটটার একটা বেশ বড় সমস্যা ছিল প্রথম পেজের কতটি মন্তব্য হয়েছে সেটি ইংলিশে দেখাত।
যেমনঃ
{1 comment}, {2 comments} এভাবে দেখাত।
কিন্তু আজ সমস্যাটি ফিক্স করবই বলে সিদ্ধান্ত নিয়েছিলাম! অবশেষে যা পেলাম তা সত্যিই চমকপ্রদ! আমাদের প্রজন্মের তারেক ভাইয়ের তৈরী একটি ছোট্ট ফাংশন দ্বারাই এটি করা যায়! যারা করতে চান তারা ঐ টিউটোরিয়াল অনুযায়ী কাজ করলেই পারবেন। দেরী না করে ফিক্স করে দিলাম।
এখন থেকে দেখা যাবে এরকমঃ
(কতটি মন্তব্য তার অঙ্কটি বাংলায় (১,২,৩) এবং পরে একটি ‘টি’ বসে পুরোপুরি হবে, “১/২/৩টি মন্তব্য”
তাছাড়া CSS দিয়ে এটাকে একটু আকর্ষণীয় করার চেষ্টা করেছি।
ভালা ভালা 😉
হেহেহে! ভাল ভাল!
ভালা অইচে……………. তবে আইই দিয়ে দেখলে সে কি দেখবো চিন্ত করতেচি!!
বাগ পেয়েছি:
মন্তব্যে ছবি পোস্ট করা যাচ্ছে না!!
http://shup.com/Shup/455565/s.gif
এই ছবিটা পোস্ট করব।
মন্তব্যে ইমেজ ট্যাগ ইউজ করলেই তো হয়ে গেল। এই যেঃ

তবে আপনারটা স্প্যাম হিসেবে পাইছে! 😉
ঐটাও ঠিক করার চেষ্টা করতেছি। অনেক ধন্যবাদ বাগ রিপোর্টের জন্য। 🙂
চমৎকার কাজ করেছেন সাইফ ভাই।
ধন্যবাদ।
এভাবে করেছিলাম বাট হয় নাই মানে এভাবে দেখাত ১ January ২০১১;
January টা ওয়ার্ডপ্রেসের বাংলা ল্যাংগুয়েজ প্যাকের স্ট্রিং (মনে হয়।)
বাংলা ল্যাংগুয়েজ প্যাক ইন্সটল করলে এই সমস্যা ঠিক হয়ে যেত।
হুম …দারুন জিনিস