বেশ অবাক হচ্ছেন মনে হয় ওয়েবসাইট থেকে পাবলিশ না হওয়ার আগেই কিভাবে ডিটেলড রেজাল্ট পাওয়া যাবে?
চিন্তা নাই! যতক্ষণ সারিম ভাই আছে ততক্ষণ আর চিন্তা কী!!!
সারিম ভাই কিছু টিপ্স দিয়েছিল আমাকে। ওটার ভিত্তিতেই বের করে ফেলেছি কিভাবে ডিটেইল্ড রেজাল্ট জানতে হবে।
ব্যাপারটা ইজি!
১) educationboardresults.gov.bd তে যেয়ে Save page করুন।
২) যে HTML পাতাটি সেভ হবে সেটি আপনার পছন্দ মত IDE দিয়ে খুলুন। (নোটপ্যাড হলেও অসুবিধা নাই!)
৩) ctrl+f চেপে shortresult.php খুঁজে বের করুন।
৪) রিপ্লেস করুন result.php নামে।
৫) সেভ করুন।
এবার ওটা ব্রাউজার দিয়ে খুলুন আর মজা দেখুণ!
অথবা
এই জিপ ফাইলটি নামিয়ে এক্সট্রাক্ট করুন।
তারপর JSC.html ওপেন করুন। রোল নাম্বার দিন এবং মজা দেখুন!
সারিম ভাইরে কোটি কোটি ধইন্যা!
আমার ডিটেল্স রেজাল্টঃ
Update:
অলরেডি অফিসিয়ালি দিয়ে দিছে। যারা দেখতে পারছেন না তারা নীচের লিংকে ক্লিক করুন।
http://www.educationboardresults.gov.bd/jsc_details.php
14 replies on “JSC Details রেজাল্ট দেখুন পাবলিশ হওয়ার আগেই!!!| গোল্ডেন A+ পেয়েছি।”
Great Work!
Thanks for your good tricks.
(Sorry for english. I’m in Mobile)
educationboardresults.gov.bd এর আগে WWW দিতে হবে। তা না হলে ব্রাউজার সাবডোমেইন মনে করে “can’t find the server at educationboardresults.gov.bd” দেখাবে।
এখন সম্পূর্ন রেজাল্ট দেখাচ্ছে। আরেকটা কথা, এখানে সম্ভবত একটা ভুল আছে। এখানে সম্ভবত “result.php” এর বদলে “http://www.educationboardresults.gov.bd/result.php” দিতে হবে। কারন কম্পিউটারে সেভ করা ফাইল ওপেন করলে সেটা কম্পিউটারের ডিরেক্টরি নির্দেশ করবে। তার পরিবর্তে এড্রেস হিসেবে “http://www.educationboardresults.gov.bd/result.php” দিলে সেটা আসল ওয়েবসাইটে রিক্যুয়েস্ট পাঠাবে।
educationboardresults.gov.bd এর আগে www দিতে হবে। নাহলে ব্রাউজার সাবডোমেইন হিসেবে ধরে ভুল করবে।
আর এখানে সম্ভবত একটা ভুল আছে। সেটা হল “result.php” এর পরিবর্তে “www.educationboardresults.gov.bd/result.php” দিতে হবে। কারন কম্পিউটারে সেভ করা ফাইল ব্যবহার করলে সেটা “result.php” এর নির্দেশ দেয়ায় result.php ফাইলটা লোকাল ডিরেক্টরিতে সার্চ করবে, ফলে কোন রেসপন্স পাবে নয়া। কিন্তু “result.php” এর পরিবর্তে “www.educationboardresults.gov.bd/result.php” দিলে সেটা মূল ওয়েবসাইটে রিক্যুয়েস্ট পাঠাবে এবং সঠিক রেজাল্ট দিবে।
যাই হোক এখন এত ক্যাচালের দরকার নাই। পুরো রেজাল্ট ঠিকমত পাওয়া যাইতেছে।
সাজ্জাদ
আমি তো বলেই দিয়েছি শুধু shortresult.php রিপ্লেস করতে হবে। কারণ এর আগে ওখানে মূল সাইট লেখাই আছে।
তবে অলরেডি মূল ওয়েবসাইটে ডিটেল্স রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে অফিসিয়ালি।
অনেক অনেক অভিনন্দন !!
তোমার এই সফলতার জন্য তোমাকে অভিনন্দন জানাই, আর তোমার জীবনের উজ্জল ভবিষ্যৎ কামনা করি।
ধন্যবাদ।
সাইফ তোমাকে অভিনন্দন + ধন্যবাদ সুন্দর একটি টিপস এর জন্য।
সাথে সাথে সারিম ভাইকে ও ধন্যবাদ। কারণ সারিম ভাই ছাড়া এত সুন্দর কাজ করা সম্ভব হত না।
আপনাকেও ধন্যবাদ। কষ্ট করে মন্তব্য করার জন্য।
আপনাকে অভিনন্দন! (দেরীতে হলেও) 😀
রেজাল্ট পাবলিশ হবার আগে দেখতে পারি নি তাই মিস হয়ে গেল….
ধন্যবাদ!
arif