যারা ওয়ার্ডপ্রেসের ব্লগ নিয়মিত পড়ে থাকেন তারা হয়ত দেখে থাকবেন আজকের ওদের নতুন ব্লগ পোস্ট ছিল “Save the Date: May 27”
আমি যেয়ে দেখি ঢাকা শহরে এখন পর্যন্ত কোন মিটাপের শিডিউল কেউ করে নি! তাই চটপট বানিয়ে ফেললাম! ৫০ জনের বেশী হলে নাকি স্টিকার/বাটন ইত্যাদি পাঠাবে!
যাইহোক! ঢাকাতেই মনে হয় একাধিক মিটাপ হবে! যে কেউই তার লোকাল কমিউনিটি নিয়ে মিটাপ করতে পারবে! আসুন না আমরা সবাই যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানি/কম জানি/ইউজ করি/ইন্টারেস্টেড সবাই একসাথে এক ছাদের নীচে জড়ো হই! নিশ্চয়ই খারাপ হবে না! আর হ্যা! প্রোগ্রামের নির্দিষ্ট কোন টপিক/অনুষ্ঠানাদি নেই যে একজন ভাষণ দিবে এবং আপনাকে তা গিলতে হবে!
সো যারা প্রোগ্রামিং/ঠোগ্রামিং বুঝেন না তাদেরও কোন প্রবলেম নাই! মূল ব্যাপারটা হল Celebration!
একসাথে ওয়ার্ডপ্রেসের জয়গান!
ওয়ার্ডপ্রেসের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ বলেই আমি অনুষ্ঠানটা আয়োজন করতে চাচ্ছি। ওয়ার্ডপ্রেসের ফলে আমি এখন নিজে আয় করছি।
প্লেস ঠিক করেছি বি এ এফ শাহীন কলেজের পাশে অবস্থিত Captain’s World এ! ভাল জায়গা মোটামুটি!
জয়েন করতে চাইলে এই লিংকে ক্লিক করুন এবং Join US এ ক্লিক করুন! লগইন করে নিশ্চিত করুন যে আসছেন!
আর হ্যা কিছু বিষয়! নিজেদের আয়োজন তাই টাকা পয়সার ব্যাপারটা নিজেদেরকেই হ্যান্ডেল করতে হবে। আমার হিসেব মতে ৩০০ করে আনলেই ভাল খাওয়া যাবে!
4 replies on “WordPress এর দশ বছর পূর্তিতে মিটাপ! :)”
Hello Saif Hasan,
I really love to join meetup but I live in Ctg. WP is definitely help us to earn from blogging
vai khub valo maner apner ei blog ta.amartao aktu deikhen..
http://tips0808.blogspot.com
একটি অসাধারণ বই (The Biggest Secret) শেয়ার করতে চাই
http://techtunes.userecho.com/topic/363012-the-biggest-secret-id/
David Icke এর মেধাবী ও বেস্ট সেলিং একটি বই এটি । এই গ্রহের
প্রতিটি পুরুষ, নারী, শিশু আক্রান্ত যেভাবে তা ই এই লেখক প্রকাশ করেছেন ।
কিভাবে এই গ্রহ হাজার হাজার বছর ধরে নিয়ন্ত্রিত হছে । এই গ্রহের বাসিন্দারা
কিভাবে মানসিক, অধাত্তিক, কারিগরী ভাবে একধরনের জেল এ বন্দী । কিভাবে টাকা
মানুষকে নিয়ন্ত্রণ করে ।
এই গ্রহ কিভাবে স্বাধীন হতে পারে, মানুষ কিভাবে প্রকৃত স্বাধীনতা পেতে পারে । এই বইটা হছে এই গ্রহের হাজার বছরের ইতিহাস । কিভাবে হাজার হাজার বছর ধরে মানুষ কে নিয়ন্ত্রণ করা হচ্ছে ।
এই
বইটা সকল প্রযুক্তি প্রেমীদের পড়া উচিত । আমর রিকোয়েস্ট এখানে অনেক
বুদ্ধিমান লোক আছেন, যে কেউ এটার বাংলা ভার্সন বানান ও আবার শেয়ার করুন
এখানে । কারণ এই বইটা এই গ্রহের বাসিন্দাদের খুব দরকার ।
ডাউন লিংক : মিরর সহ ডাউন লিংক বানান: কারণ ডাউন লিংক যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ।
http://www.mediafire.com/download/zarz7ku7pb07u0o/…
ভালোবাসা সম্পর্কে মজার ভিডিও দেখতে ভিজিট করুনঃ http://goo.gl/f7N9Eq