Categories
সাহিত্য

বুক রিভিউ: বোতল ভূত -হুমায়ূন আহমেদ

প্রজন্ম বন্ধ, রংমহল তো বন্ধ হয়েছে আগেই। অনেকদিন পরে আবার ব্লগে চলে আসলাম। 😉

গতকাল রাতে একটি বই পড়লাম। হুমায়ূন আহমেদের আরও একটা হাসির বই। গতকাল রাতে বইটা পড়েছি। বেশ লেগেছে।

শর্ট রিভিউ:

বইটা বেশ মজার। একটা ভূতের বাচ্চা নিয়ে কাহিনী। ভূতের বাচ্চার সাথে সাথে আশেপাশের মানুষের কাহিনী নিয়ে মজাদার কাহিনী নিয়ে কাহিনী আগাতে থাকে। নির্মল বিনোদন পেতে চাইলে বইটা পড়তে পারেন।

 

রেটিং: ৭.৫/১০

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

13 replies on “বুক রিভিউ: বোতল ভূত -হুমায়ূন আহমেদ”

অসংখ্য ধন্যবাদ ভাইয়া…এত মজার একটি বিসয় সবার মাঝে তুলে ধরার জন্য। আপনার পোস্টটা পড়ে গল্পটা পড়ার আগ্রহটা বেড়ে গেল।

আইন বিসয়ক সব রকম প্রশ্নের উত্তর পেতে ঘুরে আসুন>> law forum bd

মন্তব্য করুন