সবাইকে জানাতে চাচ্ছি যে বর্তমানে সাইটের উন্নয়ণ কাজ চলছে। তাই কিছু ফিচার বর্তমানে বন্ধ রাখা হয়েছে। এখনও বাংলা ল্যাংগুয়েজ প্যাক ইন্সটল করা হয় নি। তাই অনেক জায়গাতে ইংলিশ বিদ্যমান।
আশা করছি খুব শীঘ্রই পূর্ণভাবে আমার ঠিকানা… ফিরে আসবে 🙂
গত দুদিন সাইট বন্ধ থাকার কারণ
গত দুইদিন আমার ঠিকানা সাইটটি বন্ধ ছিল। এর কারণ ছিল হোস্টিং চেন্জ। কিছু কারণে আগের হোস্টিং চেন্জ করা হয়েছে। তবে তা অবসর.কম এরই হোস্টিং।
সবাইকে ধন্যবাদ। একটু অপেক্ষা করতে হবে সবাইকে পুরোপুরি গুছিয়ে নিতে।
এডমিন
সাইফ দি বস ৭
10 replies on “নোটিশঃ সাইট বন্ধ থাকার কারণ | বর্তমানে উন্নয়নাধীণ রয়েছে”
ওকে!
সাইটের ডিজাইনে বেশ কিছু কাজ করলাম। কেমন হল জানিয়েন। (না দেখতে পেলে ফাফা থেকে Ctrl+F5 আর ক্রোম থেকে Shift+F5)
আরে মিয়া,
কি ডিজাইন করলা এইটা?
চরম হইছে। একদম ফাটাফাটি।
আমি HTML 4.01 আর XHTML টা বেশ ভালই পারি। CSS ও পারি। PHP শিখব কয়েকদিন পরে।
কিন্তু থিসিস কাস্টমাইজেশন না পারায় দুঃখ অনেক।
তুমি যদি শিখার কোন ব্যবস্থা করতা বা কোন টিউটোরিয়ালের ডাউনলোড লিঙ্ক দিলে ভাল হইত।
ব্যাপার কি আমার কমেন্টটা উধাও হয়ে গেল যে?
কই? আমিতো দুটিই দেখছি!
একটা কমেন্ট করেছিলাম। হঠাৎ উধাও হয়ে গেল।
মনে হয় ক্যাচের জন্য। ক্যাচে অন করা বলে হয়ত দেখতে পেতে দেরী হয়েছিল। তবে তোমার প্রশংসাসূচক কমেন্টটা তো আছেই!
আপডেটঃ
জোকোয়েরি দিয়ে করতেছো নাকি ?
মজার ব্যাপার হচ্ছে মানুষজন এখন জোকোয়েরি বা বিশাল বিশাল লাইব্রেরি দিয়ে যেই অ্যানিমেশন গুলা করে সেগুলা এখন ক্রোমের ইন্টারনাল বিল্টইন ফিচারগুলা দিয়েই করা যায়, (ফাপা(ফাফা) রেন্ডার করতে পারবে না)
জ্বী না রে ভাইয়া!
সবই CSS দিয়ে করা। ফাফা রেন্ডার করতে পারছে না ঠিকই। কিন্তু ফাফা ৪ বেটাতে দেখলাম পূর্ণ সাপোর্ট এসে গেছে।